আমরা জানি To-এর পরে যদি কোন - TopicsExpress



          

আমরা জানি To-এর পরে যদি কোন verb আসে তাহলে ঐ verb-এর সব সময় মূল Form ব্যবহৃত হয় । কিন্তু এরও ব্যতিক্রম আছে । যেমন-With a view to, Look forward to, Be used to, get/got used to, Be accustomed to, Be habituated to, Be opposed to, Object to, Confess to, Be committed to. এগুলোর পরে Verb আসলে উক্ত এর সাথে অবশ্যই ing যোগ করতে হবে । আসুন, এখন উদাহরণের মাধ্যমে এ ব্যাপারে পরিস্কার ধারণা নিই । With a view to (উদ্দেশ্য) : 1. Akhi went to New Market with a view to buying a shirt for Meem. আঁখি মীমের জন্য জামা কিনতে নিউমার্কেটে গিয়েছিল। 2. Touki saved money with a view to giving a nice gift for her brother-in-law. তৌকি তার দুলাভাইকে একটি সুন্দর উপহার দেয়ার জন্য টাকা জমিয়েছিল। Look forward to (প্রতীক্ষায় থাকা) : 1. I am looking forward to getting letter form Tamanna. আমি তামান্নার কাছ থেকে চিটি পাওয়ার অপেক্ষায় আছি । 2. I am looking forward to meeting Sohana আমি সোহানার সাথে সাক্ষাতের অপেক্ষায় আছি । Be used to (অভ্যস্ত) : 1. Shilpee is not used to living alone. শিল্পী একা থাকতে অভ্যস্ত নয় । 2. Mustaq was used to working hard. মুস্তাক কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত ছিল । Get used to (অভ্যস্ত): 1. Muhsina gets used to reading the holy Quran every mornin. মুহসীনা প্রতিদিন সকালে কুরআন পড়তে অভ্যস্ত । 2. Subarna got used to taking exercise daily. সুবর্ণা প্রতিদিন ব্যায়াম করতে অভ্যস্ত ছিল । Be accustomed to (অভ্যস্ত) : 1. I am accustomed to running (or run) every morning. আমি প্রতিদিন সকালে দৌড়াতে অভ্যস্ত । 2. Rehana was accustomed to watchning (or watch) everyday. রেহেনা টিভি দেখতে অভ্যস্ত ছিল। Habituated to (অভ্যস্ত): 1. M.P. Abdul Khaleq is habituated to walking every morning. এমপি আব্দুল খালেক প্রতিদিন সকালে হাটতে অভ্যস্ত । 2. Hasan was habituated to gossiping with girls. হাসান মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত ছিল । Be opposed to (বিরোধী হওয়া) : No one is opposed to reducing tax. কেহই শুল্ক কমানোর বিরোধীতা করেনি । Object to (আপত্তি করি): I object to talking much. আমি বেশি কথা বলা আপত্তি করি । Confess to (দোষ স্বীকার করা) : He confessed to stealing Jewels. সে রত্ন চুরি স্বীকার করেছিল । Be committed to (প্রতিশ্রুতিবদ্ধ) : We are committed to serving the nation. আমরা জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। Be devoted to (অনুরক্ত) : Kasfiya is devoted to reading books. কাশফিয়া বই পড়ায় অনুরক্ত । Be addicted to (আসক্ত) : Motin is addicted to gambling মতিন জুয়া খেলায় আসক্ত ।
Posted on: Tue, 13 May 2014 10:47:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015