আর ছুটি ভালো লাগছে না... - TopicsExpress



          

আর ছুটি ভালো লাগছে না... সেই Last Friday থেকে চলছে !! আর কত ভাদাইম্মার মত ঘুরুম !! ঈদ হচ্ছে যারা ঢাকার বাইরে ঈদ করতে যায় তাদের জন্যে, বছরে এই কয়েকটা দিন প্রিয় মানুষের সাথে দেখা হয়, আড্ডা হয় আনন্দের কমতি নাই !! আর আমরা যারা ঢাকায় আছি ... আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সবাই অলটাইম আশপাশেই থাকে নতুন করে দেখার কিছুছু নাই !! :-( ... ঈদ এর থেকে Normal দিন গুলোই ভালো লাগে ... সপ্তাহে ৫ দিন অফিসে কাঁটিয়ে যখন ২ টা দিন ছুটি পাই... অফফ সেই ছুটির যে কি আনন্দ তা ভাষায় প্রকাশ করার মত না :-) ... কাল থেকে আবার অফিস ... অনেক দিন পর প্রিয় Colleague দের সাথে আবার দেখা ... শুধু কাজ আর তার ফাঁকে আড্ডা ... :-)
Posted on: Sun, 11 Aug 2013 03:49:39 +0000

Trending Topics



et 200 Milligram

Recently Viewed Topics




© 2015