আল্লাহ কেন এতো পরীক্ষা - TopicsExpress



          

আল্লাহ কেন এতো পরীক্ষা নিচ্ছেন আমার (১) এস এস চি te আমি নিশ্চিত এ প্লাস পেতাম।আমাকে এ গ্রেড নিয়ে শান্ত থাকতে হল (২) উচ্চ madhyomikew একি অবস্থা।পরীক্ষাই দিতে পারলাম না। (৩) বিয়ের ৯ মাস ১৩ দিনের মধ্য মা বাবা তাকে তালাক দিতে বললেন।আমি আজো রাতে ছেই মামাত বোনের জন্য কাদি।এই ক্ষমতা পিতামাতাকে আল্লাহ দিলেন কেন?এটা কি অন্যায় নয়।আমার bow আমি তালাক দিবো না।পিতামাতার কি তাঁতে (৪) চাকরিতে আসলাম আজ ২ দিনে মাত্র ২ বার খেয়েছি।পিতামাতা বলেন মরে গেলেও তোকে সাহায্য korboona (৫) এই মাত্র ৫০০ তাকা পাঠালেন আমার ফেসবুকের বন্ধু।দোকানদার ৪০০ দিলো। (৬) jeebonew প্রথম ছাড়া কনো isthan আমি হয়নি চলাছে। (৭) পিতামাতা আমাকে আর পড়ালেন না কেনু? এগোলো তো আল্লাহর সিদ্ধান্ত। ১ বছরের টাকা দিলেন ফেসবুকের বন্ধুরা আমাকে পড়াশোনার জন্য। (৮) সব টাকা কেনো ফেসবুকের বন্ধুদের দিতে হবে।পিতামাতা আছে আমার।Obosthaw ভাল। (৯) মোবাইলের টাকাও কেনো ফেসবুকের বন্ধুদের দিতে হবে? (১০) আমি কেনো চাকরি করতে এসেও এত কষ্ট পাবো? শুরা বাকারার ১৫৫ আয়াত না থাকলে আমি...... আপনাদের বলবনা হে ফেসবুকের বন্ধুরা।
Posted on: Mon, 15 Dec 2014 06:00:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015