আল্লাহ কত বড় দয়াবান ও - TopicsExpress



          

আল্লাহ কত বড় দয়াবান ও রহমতকারী...... আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা ... ২০১০-১১ সেশনে আমি "ডি ইউনিট" থেকে ভূগোল ও পরিবেশ বিভাগে ভর্তি হই... কিন্তু বিষয় মনমতো না হওয়ায় পরেরবার ২০১১-১২ সেশনে " গ ইউনিট " আবার পরীক্ষা দেই এবং মেধা তালিকায় 354 হই... কিন্তু ফলাফল বাতিল করে আবার ফলাফল ঘোষণা করা হয় ... এবং সেখানেও আমি মেধা তালিকায় স্থান পাই...এরপর ঈদে অনেক ফুর্তি মেজাজে বাড়ি যাই ...এদিকে আমার আগের বিভগের ১ম বর্ষের Final Exam ar Form Fill-up start হয় + Exam start ... ঈদের পরে অনেকটা এমনিতে মজা করে " ডি ইউনিট " Exam দেই... এবং রাতে BBA chance পাওয়ায় হলে Friend রা রুমে Party করি অনেক মজা করি... কিন্তু party শেষ হওয়ায় কিছুক্ষণ পর জানতে পারলাম "গ ইউনিট " পরীক্ষা বাতিল হয়েছে ... আবায় পরীক্ষা হবে... শুনে মনটা অনেক খারাপ হয়... কি অপরাধ আমার ????...তারপর আর নাই বললাম ...!!!! গত ২৬ অগাস্ট ৩ বছর পর University life এর 1st result পাইলাম ভূগোল ও পরিবেশ বিভাগে ... আলহামদুল্লিয়াহ পয়েন্ট 3.54..... মিলটা কোথায় কেউ কি বুজসেন ...... Question রইলল আপনদের কাছে.....?? আল্লাহ ধন্যবাদ তোমাকে ...... আলহামদুল্লিয়াহ...
Posted on: Tue, 27 Aug 2013 09:36:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015