আসিতেছে শুভ দিন নজরুল - TopicsExpress



          

আসিতেছে শুভ দিন নজরুল হলে আসছিলাম ল্যাব রিপোর্ট এর ব্যাপারে হেল্প নিতে আর পরদিন যে সিটি হওয়ার সমূহ সম্ভাবনা তার পড়া জানতে। একটু পর রুমের বাইরে কয়েকজনের বিকট আনন্দ-উল্লাস এবং পাশের রুমে ফুল ভলিউমে হিন্দি গান শুনে বুঝলাম ঘটনা ঘটে গেছে। অবরোধের অফিশিয়াল খবরটা আসলো মিনিটখানেক পর। আমার ক্লাস, ল্যাব, সিটি, রিপোর্ট করা লাগলো না। ভালই তো, ভাল না??? না, ভাল না। গত কয়েকদিন যা কিছু হচ্ছে আর সামনে যা কিছু হতে চলেছে তার জন্য মানসিকভাবে ভালো থাকা সম্ভব না। প্রতিদিন আব্বা-আম্মা ফোন দিয়ে খোঁজ নেয় আমার কিছু ঘটে গেল কি না। বারবার বলে বাইরে না যেতে; আমিও যাই না। আমি হলে নিরাপদ আছি; খাই, দাই, খেলি, মুভি দেখি, ঘুমাই; আরামেই তো আছি। কিন্তু দেশটা কোন দিকে যাচ্ছে সেটা চিন্তা করে অপরাধবোধ হয়, প্রচণ্ড অপরাধবোধ হয়। এখানে আমার বা আপনার তেমন কিছু করার নাই। আমরা তো দর্শক, শুধু খেলা দেখি আর দিন শেষে চায়ের কাপে ঝড় তুলি। এর বেশি কিছু আসলে করার নাই... নাই বলেই হয়তো অপরাধবোধে ভুগি, কারণ যাদের অপরাধবোধে ভোগা উচিত তারা তো ভুগে না...... দুঃখিত। আমি অবরোধ উদযাপন সমর্থন করতে পারছি না।
Posted on: Fri, 29 Nov 2013 17:11:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015