আসলেই কি আমরা স্বাধীন? - TopicsExpress



          

আসলেই কি আমরা স্বাধীন? প্রধানমন্ত্রী সহ দেশীয় রাজনীতির বাকি খেলোয়াড়দের বিচারে স্বাধীনতার সংজ্ঞা কি ৪২বছরেও আমরা জানতে পারিনি। ব্যক্তি ও পরিবার পূজার পসার সাজিয়ে ভক্তি করার ফাঁদ পাতার অপর নাম যদি স্বাধীনতা হয় নিশ্চয় আমরা স্বাধীন। ৪২বছর ধরে ১৬ কোটি মানুষের প্রায় সবাইকে আটকানো গেছেএ ফাঁদে। চাইলে এ নিয়ে গর্ব করতে পারেন স্বনামধন্য রাজনীতিবিদগণ। সোনালী ব্যাংকের ৩৫০০ কোটি, ডেসটিনির হাজার হাজার কোটি, কালো বিড়ালের ৭০ লাখ, আবুল হোসেন আর মসিউরদের কোটি কোটি, নেত্রীদের বগল তলায় রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের নিশ্চয়তার জন্যেই বোধহয় আমরা যুদ্ধ করেছিলাম। বাংলাদেশে ব্যাংক থাকবে আর তা হতে রাজনীতিবিদগণ লুটতে পারবে না, এর নাম নিশ্চয় ব্যাংক নয়? স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী এসব ব্যাংক ও ব্যাংকারদের জন্যে নিশ্চয় বাংলাদেশ নয়? ব্যাংক হবে তানভীর মাহমুদের জন্যে, সেতু হবে আবুল হোসেনের জন্যে, রেল হবে কালো বিড়ালের জন্যে, দল হবে পরিবারের জন্যে, দেশ হবে নেতার জন্যে, তবেই নাস্বাধীনতা, তবেই না মুক্তিযুদ্ধ, তবেই না বাংলাদেশ!
Posted on: Sun, 30 Jun 2013 17:05:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015