আয়তন ৪৫,০০,০০০ কিমি ৷ - TopicsExpress



          

আয়তন ৪৫,০০,০০০ কিমি ৷ জনসংখ্যা ৬১,০০০০০০০ ১১ টি দেশ নিয়ে গঠিত Brunei,Cambodia,East Timor,Indonesia,Laos,Malaysia,Burma,Philippines,Singapore,Thailand,Vietnam. দক্ষিণ-পূর্ব এশিয়া(ইংরেজি:Southeast Asia বা Southeastern Asia) এশিয়া মহাদেশের একটি উপঅঞ্চল।গণচীনেরদক্ষিণে,ভারতেরপূর্বে এবংঅস্ট্রেলিয়ারউত্তরে অবস্থিত দেশগুলি নিয়ে অঞ্চলটি গঠিত। অঞ্চলটি অনেকগুলি ভূগাঠনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বলেএখানে প্রায়ই ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত হয়।দক্ষিণ-পূর্ব এশিয়া দুইটি ভৌগোলিক অঞ্চলের সমষ্টি: এশীয় মূল ভূখণ্ডে অবস্থিত অংশ, এবং এর পূর্বে ও দক্ষিণ-পূর্বে সমুদ্রে অবস্থিত বিভিন্নদ্বীপপুঞ্জওবৃত্তচাপাকৃতি দ্বীপপুঞ্জ(island arc)। মূল ভূখণ্ড অংশটিইন্দোচীন উপদ্বীপনামে পরিচিত এবং এখানেক্যাম্বোডিয়া,লাওস,মায়ানমার,থাইল্যান্ডওভিয়েতনামঅবস্থিত; এখানে মূলততাইওঅস্ট্রো-এশীয় জাতিরলোকেরা বাস করে। সামুদ্রিক দক্ষিণ-পূর্ব এশিয়াব্রুনাই,পূর্ব তিমুর,[১]ইন্দোনেশিয়া,মালয়শিয়া,ফিলিপাইন দ্বীপপুঞ্জএবংসিঙ্গাপুরনিয়ে গঠিত; এখানে মূলতঅস্ট্রোনেশীয় জাতিরলোকেরা বাস করে।
Posted on: Sat, 08 Mar 2014 17:45:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015