ইংরেজি ২য় পত্র ২০১৩ - TopicsExpress



          

ইংরেজি ২য় পত্র ২০১৩ সালের জেএসসি পরীক্ষার প্রস্তুতি পাংকচুয়েশন মার্কস সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের English second paper Grammar-এর ওপর দক্ষতা বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফল করার প্রত্যাশায় সিলেবাসের ওপর ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। আজ দেওয়া হলো How to use Punctuation Marks and Capital Letter. e) God অর্থে আল্লাহ/ঈশ্বর এবং এর পরিবর্তে যে pronoun বসে তার প্রথম অক্ষর Capital Letter হয়। যেমন: God has created us but we cannot see Him f) পত্রিকার নামের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমন: My father reads the Prothom Alo every day. g) আমি অর্থে I সর্বদা Capital Letter হয়। যেমন: Yesterday I went home. h) ঊদ্ধৃত বাক্যের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমন: Mother said to her son, ‘Always speak the truth.’ i) উদ্ধৃত বাক্যের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমন: The teacher said, ‘Time and tide wait for none.’ j) দিনের নাম, মাসের নাম ও ঋতুর নামের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমন: Our school remains closed on Friday Mr. Jack will go to London in January. The flowers are nice in Spring. k) উপাধি ও ঐতিহাসিক ঘটনার প্রথম অক্ষর Capital Letter হয়। যেমন: Khan Bahadur Abdul Latif was a great man. December 16 is our Victory Day. l) চিঠিপত্রে Addressing-এর প্রথম অক্ষর Capital Letter হয়। যেমন: My dear Kamal, how are you? Dear Sir, Dear mother etc. m) বই, ম্যাগাজিন, নাটক, অধ্যায়ের শিরোনাম—এসবের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমন: The Daily Star, Animal Farm, Ekusar Kobita, Our Family etc.
Posted on: Mon, 30 Sep 2013 07:54:16 +0000

Trending Topics



"sttext" style="margin-left:0px; min-height:30px;"> #Iowa #Jobs Physical Therapist - Newton, IA: TruRehab LLC -

Recently Viewed Topics




© 2015