ইতিহাস যাকে যত বড় করে - TopicsExpress



          

ইতিহাস যাকে যত বড় করে স্থান দেয়, তার কর্মের পর্যালোচনা চলতে থাকে তত কালব্যাপী। শেখ মুজিব দীর্ঘদিন রাজনৈতিক অঙ্গনে নেতৃত্ব দিয়েছেন কিন্তু রাষ্ট্র পরিচালনায় তার দক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে খুব অল্প সময়ের ব্যবধানে। শেখ হাসিনার ক্ষেত্রেও এমন কথাই কার্যকর। এ বিষয়টি রাও ফরমান আলী ভালো করে উপলব্ধি করেছিলেন বলেই ৭০ সনের নির্বাচনের পর তিনি শেখ মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দিয়ে বলেন I recommend that you hand over power to Mujib. I assure that he will be the most unpopular man in East Pakistan within six month. (আমি মুজিবের নিকট ক্ষমতা হস্তান্তরের অনুরোধ করছি। আমি জোর দিয়ে বলতে পারি যে, তিনি (শেখ মুজিব) ৬ মাসের মধ্যেই পূর্ব পাকিস্তানে জনপ্রিয়তা হারাবেন।) আজ মনে হচ্ছে ৫ জানুয়ারির নির্বাচন আওয়ামী লীগকে সবচেয়ে বেশি পচিয়েছে। যত বিপর্যয়, সমালোচনা আর চাপের মুখে ফেলেছে জনবিচ্ছিন্ন এই সরকারকে। যা বাকশাল গঠনের থেকে আরো ভয়াবহ। এ লিগ্যাসি অব ব্লাড গ্রন্থে- অ্যান্থনি ম্যাসকার্নহাস লিখেছেন- ১৯৭২ সালে শেখ মুজিব চতুর্দিক থেকে কেবলই জনগণের দুর্দশার কথাই শুনছিলেন। জিজ্ঞাসা করা হলে তার চাটুকারেরা বেমালুম অস্বীকার করে বলতো, এ সবই দুষ্ট লোক আর রাষ্ট্র বিরোধী কার্যকলাপের অংশবিশেষ। এভাবে পুরাকালের গ্রীক দেবতাদের মতো, ওরা তাকে পাগল বানিয়ে ধবংস করে দিলো”। ড: রেজাউল করীম
Posted on: Fri, 12 Sep 2014 05:24:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015