ইতিহাসের পাতায় আজকের এই - TopicsExpress



          

ইতিহাসের পাতায় আজকের এই দিন আজ রবিবার | ১৮ কার্তিক ১৪২১ বঙ্গাব্দ | ০৮ মহররম ১৪৩৬ হিজরি | ২ নভেম্বর ২০১৪ খ্রিষ্টাব্দ • ১৮৬৫ সালে এই দিনে জন্ম( গ্রহণ করেছিলেন ওয়ারেন জি. হার্ডিং, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২৯তম রাষ্ট্রপতি। • ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অড্যসেয়াস এল্যটিস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী গ্রিক কবি। • ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড ই. টেলর, তিনি নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান পদার্থবিদ ও শিক্ষাবিদ। • ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার মুলান, তিনি স্কটিশ অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার। • ১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শাহরুখ খান, জনপ্রিয় তিনি ভারতীয় অভিনেতা ও প্রযোজক। • ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সামান্থা এমাক অ্যাণ্ড, তিনি ইংরেজ অভিনেত্রী, গায়ক ও পরিচালক। • ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলি লুন্ড, তিনি ডেনিশ অভিনেত্রী। • ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লারা সাছের, তিনি অস্ট্রেলিয়ান অভিনেত্রী। • ১৯৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ বার্নার্ড শাও, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ-ইংরেজি লেখক, নাট্যকার ও সমালোচক। • ১৯৬৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পিটার জোসেফ উইলিয়াম ডিবাই, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ-আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ। • ১৯৭৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেটি পাওলো পাসোলিনির, তিনি ছিলেন ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার। • ২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরি কেলে, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার অভিনেতা। • ২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হান্স লিন্ডগ্রেন, তিনি ছিলেন সুইডিশ অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার। • ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্লিফোর্ড নাস, তিনি ছিলেন আমেরিকান লেখক ও একাডেমিক।
Posted on: Sun, 02 Nov 2014 08:14:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015