ইদানিংকালে কিছু সংখ্যক - TopicsExpress



          

ইদানিংকালে কিছু সংখ্যক আওয়ামীপন্থী লোক (যেহেতু ওনারা জামায়াত ছাড়া অন্য কারো দোষ দেখেন্না। জামায়াতেই ওনাদের সুড়সুড়ি) জামায়াতে তাদের পরিবার পরিজনসহ যোগ দিবেন বলে কাউ কাউ করে ফেসবুক মাতিয়ে তুলছেন। তারা আবার জামায়াতে যোগদানের ব্যাপারে কিছু শর্তও জুড়ে দিয়েছেন. জামায়াতকে এমন করতে হবে , তেমন করতে হবে ব্লা ব্লা ব্লা .... আচ্ছা আপনারা অনেকে তো জামায়াত সাপোর্ট করেন. জামায়াত সাপোর্ট করার আগে জামায়াতের কাছে কি আপ্নাদের কোন শর্ত দিয়েছিলেন? আসলে এইসব লোক হচ্ছে বনি ইস্রাইলের ওইসব লোকের ন্যায় যারা হযরত মুসা (আ) এর সাথে তর্কে লিপ্ত হয়েছিল একটি গাভী যবেহ করা নিয়ে. কোরানের সেই ঘটনাটি আপ্নারা দেখে নিতে পারেন সুরা বাকারাহ এর আয়াত ৬৭-৭৩ এর তাফসীরএ। এতে করে আপ্নারা এদের আসল রুপ জেনে নিতে পারবেন.
Posted on: Tue, 06 Aug 2013 17:18:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015