ইশশ কেমন হতো যদি ঘুম থেকে - TopicsExpress



          

ইশশ কেমন হতো যদি ঘুম থেকে উঠে দেখতাম আমি SBMCর ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট । ১ নং বয়েজ হোস্টেলের তিনতলায় পেস্ট ব্রাশ নিয়ে বেসিনের দিকে দৌড় দিতাম যেখানে অলরেডি পাঁচ ছয়জন ফোম রেজর আর ফেসওয়াশ নিয়ে লাইন দিয়েছে । এরপর ফুলশার্ট , ফর্মাল প্যান্ট ইন করে চকচকে জুতা আর ধবধবে সাদা এপ্রন পড়ে সকাল আটটার ডেমো ক্লাশের দিকে দৌড় দিতাম । এনাটমি ডেমো ক্লাশে রইস স্যার হার্টের ভিসেরা দেখিয়ে পড়াতেনঃ this is the viscera of heart. it has chambers. . . টুলে বসে উকিঝুঁকি মারতাম আর সামনের জনকে খোঁচাতাম । দশটার লেকচারে হয়তো ভাবগম্ভীর দিদার স্যার মাইক্রোফোন হাতে বলতেনঃ ana means through r tomy means cutting. so anatomy means through cutting. এগারোটার ফিজিওলজী টিউটিরিয়ালে দুইমিনিট reflex পড়ে একটা সংজ্ঞা পারার বিনিময়ে আইটেম ক্লিয়ার করে দিতেন সাইফুল স্যার । দুপুর একটার বায়োকেমিস্ট্রি ক্লাশে কাগজের প্লেন ওড়াওড়ি আর কাগজের বল ছোড়াছুড়ি চলতো স্যারের চোখ ফাঁকি দিয়ে । ক্লাশ শেষে লাইন ধরে সিনিয়রদের সালাম দিতে দিতে ডাইনিংয়ে ঢুকতাম যেখানে তেলতেলে হাসি আর পাতলা ডাল নিয়ে অপেক্ষা করতো মুল্লুক । শান্তিনিকেতনী ভাষায় চলতো একে ওকে পচানো । বিকেল হতেই ব্যাট বল হাতে পোলাপন নিয়ে মাঠের এখানে সেখানে চলতো ক্রিকেট চর্চা । সন্ধ্যা নামতেই সিরিয়াস রুমমেটদের দেখাদেখি BD chaurasia আর first rib নিয়ে বৃথাই পড়ার চেষ্টা । তারপর পড়ায় ক্ষান্ত দিয়ে এর রুম ওর রুম ঘুরে পুরো তিনতলা চষে চলে যেতাম দোতলার কমনরুমে যেখানে চলতো টিটি উত্‍সব । তারপর রাত বাড়তেই গীটার নিয়ে পুকুর পাড়ে বসে অদ্ভূত সেই ছেলেটি অথবা এই বৃষ্টি ভেজা রাতে । গভীর রাতে রুমে রুমে স্পীকারের সঙ্গীতের সাথে কার্ডের আড্ডা । তারপর রুমে এসে ক্লান্ত শরীরে বিছানায় এলিয়ে পড়া । কিন্তু না , ঘুমানো তো যাবে না । কারণ তাহলে ঘুম থেকে উঠেই দেখবো ইন্টার্নী হোস্টেলের ৩০১ নং রুমে পরিচয়হীন হয়ে শুয়ে আছি ।
Posted on: Mon, 03 Nov 2014 21:58:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015