ইসলামিক বিশ্ববিদ্যালয় - TopicsExpress



          

ইসলামিক বিশ্ববিদ্যালয় এর জন্য আবার নানা বিড়ম্বনায় পড়তে হয়। এইখানে ও নানান জনের বাস্তব অবিজ্ঞতা তুলে ধরা হল ঃ আজকাল IUT থেকে বাসায় আসলে বা কোন আত্মীয়র বাসায় গেলে মানুষের কিছু বিচিত্র প্রশ্নের উত্তর দিতে হয় । যেমন - - তোমাদের কি দাড়ি রাখা বাধ্যতামূলক ? - তোমাদের কি মসজিদ এ যাওয়া বাধ্যতামূলক ? - তোমাদের নিয়ম-কানুন অনেক কড়া, তাই না ? - তোমাদের হোস্টেল থেকে রাত এ বের হওয়া নিষেধ ? - তোমাদের কি হোস্টেল পরিষ্কার করা লাগে ? - তোমাদের সব টিচার কি আরব দেশের ? - IUT তে তোমার কি কোন বাংলাদেশি বন্ধু আছে ? যাদের মনে এইধরনের প্রশ্ন আসে তাদের উদ্দেশে বলতে চাই, – ভাই, আর কয়েকটা বিশ্ববিদ্যালয় এর মত IUT ও অনেক স্বাধীন । আমাদের এইখানে কোন বিশেষ Restrictions নাই । রাত এ যেকোন সময় বাইরে জেতে পারি । এমনকি এইখানে বাইরে দিয়ে এসে ধুকতে ID CARD ও লাগে না । ইউনিভার্সিটি এর নামের সাথে “ISLAMIC” শব্দ থাকলেই যে জোর করে সব করাবে টা জরুরি না । বর্তমান কালের আরেকটা উটকো ঝামেলার কথা না বললেই নয় একজন জিজ্ঞেস করলো , সারাদিন কি করো ? কইলাম - ভাইরে সারাদিন রেল লাইনে দৌড়াদৌরী করি আর ফলমূল কাটি । এবং রাত্রে একটু গোলাগুলী করি । এই ভাবে দিন কাটছে । তিনি ইতস্তত হয়ে বলেই ফেললেন – IUT তে জঙ্গি কার্যক্রম ভালোই চলে , তাই না। বুঝলাম কথার মোড় বাম দিকে ঘুরে গেছে । তাই খুলেই বললাম- রেল লাইনে দৌড়াদৌরী- subway surfer ফলমূল কাটি- fruit ninja গোলাগুলী করি – counter strike । আশা করি ব্যাপার টা বুজতে পেরেছেন। share na kore parlam na..haste haste jibon ses..courtesy #Mynur vaia
Posted on: Tue, 12 Nov 2013 13:21:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015