ইসলাম সন্ত্রাসের ধর্ম - TopicsExpress



          

ইসলাম সন্ত্রাসের ধর্ম মুসলমানরাই সন্ত্রাসী ? পশ্চিমা প্রচার মাধ্যমে প্রতিনিয়ত প্রচার চালানো হচ্ছে ইসলাম মানেই চরমপন্তী সন্ত্রাসের ধর্ম আর মুসলমান মানেই প্রত্যক্ষ বা প্রচ্ছন্ন সন্ত্রাসী । পৃথিবীর যে কোনো স্হানে মুসলমানদের দ্বারা সংঘটিত সন্ত্রাসী কর্মকান্ডের সচিত্র প্রতিবেদন ব্যাপক প্রচার পাচ্ছে মিডিয়াতে এবং তাতে এরুপ ধারণাই দেওয়া হচ্ছে যে মুসলমানরাই সারা বিশ্বে সন্ত্রাস ও অসান্তি সৃষ্টি ও লালন করে চলছে । অতএব এরা বিশ্বশান্তি ও মানবতার জন্যে হুমকিস্বরূপ । কিন্তু মুসলমানরা কেন সন্ত্রাস ও যুদ্ধে জড়িয়ে পড়ছে তার ব্যাখ্যা বিশ্লেষণ প্রচার করা হচ্ছে না । একজন দুজন কে দিয়ে বিশ্ব ব্যাপী প্রমাণ তুলে ধরা হচ্ছে এরাই হচ্ছে মুসলিম আর এসব সন্ত্রাসী কর্মকান্ডই হচ্ছে এদের ধর্মের শিক্ষা । কিন্তু আসলে কি তাই ? ইসলাম কি সন্ত্রাসী কর্মকান্ড শিক্ষা দেয় ? নিরীহ মানুষকে হত্যা করতে বলে ? অশান্তির আগুন জ্বালিয়ে রাখতে উৎসাহ দেয় ? অন্যায় বা জোর জুলুম করতে বলে ? দেখা যাক পবিত্র কোরআনে এ বিষয়ে কিছু উল্লেখ আছে কি না । সন্ত্রাস সম্পর্কিত কোরআনের বানীঃ ১ . দুনিয়াতে শান্তি স্হাপনের পর উহাতে বিপর্যয় ঘটাইও না । সুরা আরাফ আয়াত ৫৬ তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করিও না তারা বলে আমরাই তো শান্তি বজায় রাখি । সাবধান এরাই ফাসাদ সৃষ্টকারী কিন্তু এরা তা বুঝতে পারে না । সুরা বাকারা আয়াত ১১ ও ১২ উপরোক্ত আয়াত গুলোতে বর্তমান বিশ্বে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে ইহুদী আগ্রাসন এবং তার পিছনে যারা আছে এর সরুপ উন্মোচন করা হয়েছে । বারাক উবামা ও ডেভিড কেমেরোন যখন বলেন তারা বিশ্বে শান্তি রক্ষা করছেন তখন বিশ্বের বিবেকবান মানুষ হাসবে না কাঁদবে তা বুঝতে পারে না । তাদের কথা কাজ ও চরিত্রের সাথে কোরআনের বানীর কি আশ্চর্য মিল ॥
Posted on: Wed, 15 Oct 2014 04:03:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015