ইয়াবা বা ফেনসিডিল উৎপাদন - TopicsExpress



          

ইয়াবা বা ফেনসিডিল উৎপাদন করা আমাদের কাছে মুড়ি মুড়কি ডাল ভাতের মত তাই বলে কি ফারমাসিস্ট হয়ে এথিক্স ভায়োলেট করে এইসব মাদক উৎপাদন করে বাজারজাত করে অবৈধভাবে টাকা কামাবো - নো নেভার কিন্ত অনেকেই এই এথিক্স মানেন না - যেমন ধরুন শিরায় ব্যবহারের স্যালাইন বা ইনজেকশন হতে হবে ১০০% পাইরোজেন ও জীবাণুমুক্ত - না হলে কিন্ত গোটা দেশ জাতির জীবন বিপন্ন হবে। ইনজেকশন উৎপাদনের জন্য ক্লাশ এরিয়া অতি অবশ্যই লাগবে - লাগবে এয়ার সাওয়ার HEPA (High Efficiency Purified Air) Filter , Laminar Air Flow , Sterilizer, Sterile Equipments, Special Sterile Gowns, Well Trained Personnel , DOP (Di-Octyl Pthalate) Test, Particle Counter সহ আরো অনেক ব্যবস্থাপনা আর উৎপাদনের পর সেই ইনজেকশন ১৪ দিন ধরে রেখে ব্যাকটেরিয়া ফাংগাস Quality Control পাশ করলে তবেই না বিপণন করা যাবে - সংক্ষেপে বললাম কিন্ত এটা জীবন মরনের ব্যাপার - Simply no compromise. ওষুধ শিল্প আর মুদি দোকান এক নয় ।
Posted on: Sun, 31 Aug 2014 13:49:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015