উল্টো রাজার দেশ - : আমরা - TopicsExpress



          

উল্টো রাজার দেশ - : আমরা সবাই প্রজা আমাদের এই রাজার রাজত্বে ১ প্রথমেই একটা রাজনৈতিক কৌতুক : ঈশ্বরের সামনে কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে লেজেহুমো বিশ্ব বেহায়া এরশাদ, ঈশ্বর জানতে চাইলেন, -তোমার হাতে গোলাপ কই ? - শেষ গোলাপটা রওশন এরশাদরে দিয়ে আসছি, জনাব । -হুমম ! যদ্দুর জানা যায়, তোমার নিজস্ব গোলাপ বাগান আছে । সেখান থেকে তাজা গোলাপ তুমি নিত্য নতুন মানবীদের দিতে বলে কথিত আছে ? -কথা সত্য । হৃদয়টাই বিশাল, জনাব । আমার হৃদয়ে ভালোবাসার কোন খামতি নাই ! -তুমি সকালে এক কথা, বিকেল অন্য কথা বলতে, অর্থাৎ তুমি বিরাট পল্টিবাজ জনশ্রুতি আছে ! -আমি পরিস্থিতির স্বীকার হুজুর ! সকালে দুর্নীতি মামলা, বিকেলে মঞ্জু হত্যা মামলা কোর্টে উঠলে আমার সমালোচকরাও আমার মতই পল্টিবাজ হইতো ! =D =D =D - মিথ্যেবাদী হিসেবে তোমার বদনাম আছে, এই মুহূর্তে একটা সত্য কথা বলতে বললে, কী বলবে ? - এরিক আমার পোলা ! -হা হা হা ! অট্টহাসিতে ঘর কাঁপিয়ে খানিকক্ষণ চুপচাপ থাকলেন ঈশ্বর। তারপর বললেন, একটা রিয়েল লাইফ জোক শোনো । জোক প্রসবদাত্রী তোমার এক্স গার্লফ্রেন্ড জিনাত মোশাররফ । তিনি বলছেন,- এরশাদের যদি সন্তান জন্মদানের ক্ষমতা থাকতো, বাংলাদেশ কচি-কাচার আসরে ভরে যেতো ! ইউ গট ইট ? এরশাদের চোখ দিয়া খালি দুই ফোঁটা পানি গড়ায়া পড়ে । ২। এই রাজার রাজত্বে : গত কয়েকদিনের হরতালে প্রাণ গেছে ১০-১২ জনের। আহত অনেক । ১০ জন মানুষ কেবলই কি একটা সংখ্যা ? গুরুত্বহীন সংখ্যা ? এই ১০ জনের পেছনে যে একেকটি পরিবার, প্রতিটি পরিবারে অন্তত ৫ জন করে মানুষ, তারা এখন কেমন আছে ? তারা কী খায় ? পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি ককটেল বোমার শিকার হলে, সেই পরিবারটির শেষ আশ্রয় কে হয় ? কিশোরটি ঝলসে গেল, এই পৃথিবীতে তার কী অপরাধ ? ডাকাত তারেক জিয়া, আর বিদেশী ডিগ্রিধারী মিথ্যার বেসাতি গাওয়া জয় সোনামণির চেয়েও কি ঝলসে যাওয়া কিশোরের অপরাধ বেশি ? তত্বাবধায়ক সরকার মেনে না নেওয়া, (যা তাদেরই আন্দোলনের ফসল) প্রথম থেকেই শেখ হাসিনা তথা আওয়ামীলীগের চূড়ান্ত গোয়ার্তুমি ! আর বিরোধী দল, যাদের তেমন কোন সামর্থ নাই, হরতাল দিয়ে সাধারণ মানুষ মারা ছাড়া, ঈদের পর, কুরবানের পর সরকার হটানোর নাম করে করে সরকারের পাঁচ বছরের অধিককাল অতিক্রান্ত হলেও, সরকারের গায়ে তারা কোন আঁচড় লাগাতে পারেনি । কেশাগ্রও স্পর্শ করতে পারেনি । সেই ক্ষমতা এই বিরোধীদলের নেই । হরতাল ডেকে নেতা-নেত্রীরা নিরাপদ হীমশীতল ঘরে বসে থেকে, রাস্তায় না নেমে সাধারণ রিক্সাচালক , সিএনজি চালক, দিনমজুরকে কেন বলি করা ? একদিন কাজ না করলে যাদের পেটে আহার জোটে না, তাদের মেরে রাজনৈতিক ফায়দা হাসিলের চে আলোচনার রাস্তায় যাওয়াটাই কী শ্রেয়তর না ? নিরপরাধ মানুষ মেরে কিসের ইগো ইগো খেলা ? স্বেচ্ছায় আলোচনাতে গেলেইতো মানুষ দেখবে যে, হ্যাঁ তিনি গেছেন ! এতো নতুন আইন হচ্ছে, সুবিধামতন আইন পাশ করে নির্দলীয় তথা তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পথ রূদ্ধ করা হচ্ছে, কূটকৌশলের আশ্রয় নিয়ে নাগরিকের জীবনকে বিপন্ন করা হচ্ছে, তো আইন করে হরতাল নিষিদ্ধ হয় না কেন ? বিরোধীদলে গেলে হরতাল দিয়ে মানুষ মারা জায়েজ রাখার জন্য ?! রাজা বলেছেন, নির্দলীয় সরকারের তত্বাবধাণে নির্বাচন হবেনা । অমনি হুক্কাহুয়া রব তুলেছে শিয়ালের দল । রাজা বলেছে, ডক্টর ইউনুস খারাপ, এবিএম মূসা খারাপ, মিডিয়া খারাপ, পদ্মাসেতুর পবিত্র গাভী আবুল ভালো, শিয়ালের দল বলেছে,- তথাস্তু ! রাজা সংলাপের নামে টেলিফোন নাটক করেছে, শিয়ালের দল হাততালি দিয়েছে, সাবাশি দিয়েছে । প্রজারা মার খাচ্ছে । পুড়ে যাচ্ছে । প্রাণ হারাচ্ছে । রাজারা বা তাদের প্রতিনিধিরা বিশেষ বিশেষ অনুষ্ঠানে গিয়ে গরম পেয়ালায় হাস্যরসের ঝড় তুলছে, মুখোমুখী হচ্ছে , হাসিহাসি মুখে কথা বলছে, প্রজারা আশায় বুক বাঁধছে,-এইবার একটা কিছু হবে । পরদিনের খবরের কাগজে খবর বেরুচ্ছে- অশ্বডিম্ব ! নাগরিকের প্রাণ নিয়ে এরকম নৃশংস, নির্দয়, নির্মম খেলা একমাত্র এই রাজাদের পক্ষেই সম্ভব । হ্যাঁ, এরাই রাজা । রাজা বদল হয় শুধু । প্রজার অবস্থা তথৈবচ !
Posted on: Sat, 23 Nov 2013 19:46:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015