★ উস্টার টেস্টারের টেস্ট - TopicsExpress



          

★ উস্টার টেস্টারের টেস্ট ইউনিটের কারিগরি উপাত্ত ★ ♣♣Sensor CS:~ ইহা স্পান ইয়ার্ন, রভিং ও স্লাইভারের মাস ভেরিয়েশন ( mass variation) নির্ণয় করে। ইহা প্রায় ১ টেক্স হতে ১২ কিলোটেক্স পরিসরের সুতা বা স্লাইভার পরিমাপ করতে পারে। ইহা ক্যাপাসিটিভ নীতিতে কাজ করে। ♣♣Sensor OH:~ ইয়ার্নের মাস ভেরিয়েশন পরিমাপের পাশাপাশি ইহা স্পান ইয়ার্নের হেয়ারীনেস নির্ণয় করে। ইহা প্রায় ৫ টেক্স হতে ১০০০ টেক্স পর্যন্ত ইয়ার্নের হেয়ারীনেস পরিমাপ করতে পারে। ইহা অপটিক্যাল নীতিতে কাজ করে। ♣♣Sensor CC:~ এ মেজারিং ইউনিট ফিলামেন্ট ইয়ার্নের মাস ভেরিয়েশন নির্ণয় করে। ইহা প্রায় ১০ D tex হতে ২৫০০D tex ইয়ার্নের মাস ভেরিয়েশন নির্ণয় করতে পারে। ইহা ক্যাপাসিটিভ নীতিতে কাজ করে। ♣♣Sensor OM:~ইহা স্পান ইয়ার্নের মাস ভেরিয়েশন নির্ণয়ের পাশাপাশি স্পান ইয়ার্নের গঠন আকৃতি এবং ইয়ার্নের ক্রস সেকশনাল বৈশিষ্টের ভেরিয়েশন নির্ণয় করে। ইহা প্রায় ৫ টেক্স হতে ১০০০ টেক্স পর্যন্ত ইয়ার্নের উল্লেখিত বৈশিষ্ট পরিমাপ করে থাকে। ইহা অপটিক্যাল নীতিতে কাজ করে। ♣♣Sensor OI:~স্পান ইয়ার্নের মাস ভেরিয়েশন নির্ণয়ের পাশাপাশি ইহা ইয়ার্নের ট্রাশ ও সিডকোট পরিমাপ করে। ইহা ৫ টেক্স হতে ১০০০ টেক্স পর্যন্ত সুতার উল্লেখিত বৈশিষ্ট পরিমাপ করে থাকে। ইহা অপটিক্যাল নীতিতে কাজ করে। ♣♣Conveyor S/C:~ ইহা স্পান বা ফিলামেন্ট ইয়ার্নকে ১০,২০,২৫,৫০,১০০,২০০ বা ৪০০ মিটার / মিনিট গতিতে বহন করে নিয়ে যায়। ♣♣Base SX/CX:~স্পান বা ফিলামেন্ট ইয়ার্নকে অটোমেটিক ভাবে স্যাকশন জেট দ্বারা টেনে নিয়ে যায়। ♣♣Base SE:~ স্পান ইয়ার্নকে ম্যানুয়ালি টেনে নিয়ে যায়। ♣♣Changer/yarn feeder :~প্যাকেজ চেন্ঞ্জার হতে সুতার মাথাগুলো অটোমেটিক ভাবে স্থানান্তরিত হয়ে মেজারিং ইউনিটে প্রবেশ করে। অটোমেটিক চেন্ঞ্জারে ২৪ টি পর্যন্ত প্যাকেজ থাকে।
Posted on: Mon, 12 Jan 2015 07:04:01 +0000

Recently Viewed Topics




© 2015