………………এ+…………… এই - TopicsExpress



          

………………এ+…………… এই শব্দটির সাথে যেমন নিজস্ব স্ট্যাটাস জড়িত তেমনি আধুনিক সমাজের ফ্যাশনও বটে৷৮০ শতাংশ নম্বর অর্জনের নামই তাত্ত্বিকভাবে এ+ বলে পরিগণিত হয়৷পিতামাতার আকাঙক্ষার এক বিশেষ জায়গা জুড়ে রয়েছে এই এ+৷ মা পাশের ফ্ল্যাটের অন্যান্য প্রতিবেশীদের সন্তানের মধ্যে নিজের সন্তানকে (পুত্র /কন্যা )জ্ঞানের মূর্ত প্রতীক হিসেবে উপস্থাপন করতে বাহন হিসেবে থাকে এই আলোচিত এ+ ৷বাবা তার অফিসের সহকর্মীদের সাথে অফিসের ফাঁকে বা চা খেতে খেতে সুনামের খাতিরে যে কথাগুলো চমকপ্রদ হয় এবং সম্মানের জন্য দায়ী থাকে তা এই এ+৷আবার সরকার এবং এই শিক্ষার্থীদের পারস্পরিক দর কষাকষিতে যেই বিষয় গুলো সমালোচনার ঝড় তোলে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রশ্ন ফাঁস৷ বেশিরভাগ স্কুল-কলেজের ভর্তির প্রবেশাধিকার পেতে হলে লাগবে এই মহামান্য এ৷ আবার সন্তান প্রতিযোগিতার মাপকাঠি তে টিকতে না পেরে মা-বাবার মনোমালিন্যের ভয়ে পাড়ি জমায় না ফেরার দেশে৷সেটাও এই এ………………………………………To Be Continued …
Posted on: Tue, 30 Dec 2014 14:42:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015