এই খরখরা রইদে রাজীবদের - TopicsExpress



          

এই খরখরা রইদে রাজীবদের সমিলে বসে আমি নিউজ পড়ছি! ভন্ড বাবার দোয়া নিউজের বুলেডিম খবর... * Abdulla Al Mamun কে ইভটিজিং করায় Reyaj Mahamud Rabby নামের এক বানর কে যাবজ্জীবন বেগুন থেরাপি দেওয়া হয়। বেগুন থেরাপি দিবেন ড.ছানি লিয়ন। * Zaheer Khan Raj এর মুসলমানিতে Arif Khan Raj , Hridoy Kanon , Riyadul Mahid , এবং Md Tanjid Sultan লুকালুকি খেলার আয়োজন। রেফারি থাকবেন স্টেশনের পাগল ! * গরু চুরি করতে গিয়ে ধরা পড়ল Rony Akash । চুরি করে পালানোর সময় লুঙ্গি খুলে যাওয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। * মঙ্গল গ্রহের এলিয়েনরা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ বিরতি রাখতে আবেদন জানালে, বাংলাদেশের প্রেসিডেন্ট Gazi Zahirul Islam তা নাখোজ করে দেন। তিনি বলেন, মঙ্গল গ্রহ আমাদের হাত ছাড়া করবনা। এসময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। * অন্যদিকে আমেরিকার সেনাবাহিনী মঙ্গল গ্রহের এলিয়েনদের সাহায্য করতে গেলে তাদের কাঁদানে গ্যাস ছুড়ে তাড়িয়ে দেয় বাংলাদেশ পুলিশ। * গান গেয়ে মশা তাড়িয়ে নো- বেলা বিস্কুট জিতল বিশিষ্ট নৃত্যশিল্পী Farhana Akter ! তিনি নাকি পাশাপাশি পচা ডিমের দোকান দিবেন। * গাঞ্জার দাম কমাতে ১সেকেন্ড হরতাল ঘোষনা করল ঘুমন্ত মন্ত্রি গাঞ্জাখোর Syco Boy Niloy ! তিনি মাল খেয়ে টাল হয়ে ঘোমানোর সময় এই ঘোষনা দেন। * ইদুর আত্মহত্যার ঘটনায় বিড়াল দায়ী না কুকুর দায়ী তা নিয়ে মিডিয়ায় ব্যাপক গুঞ্জন। তবে এ নিয়ে উরাধুরা তদন্তে নামল Rakibul Islam এখন বিজ্ঞাপন বিরতি..... উহ! দাতে ব্যাথা!!! দাতে ব্যাথা? দাতের যত্নে ব্যবহার করুন সুয়ারেজ মার্কা দাতের মাজন। এতে আছে, কয়লা, নিম, তুলসী পাতা, পুদিনা ও লবণ। যা দাতকে করে পকপকে সাদা ও মজবুত। সুয়ারেজ মার্কা দাতের মাজন প্রস্তুতকারক লুইস সুয়ারেজ এন্ড কোং, উরুগুয়ে। দাত থাকতে দাতের মর্যাদা বোঝা উচিৎ। আমি বুঝেছি, আপনি বুঝেছেন তো? ফলাফল, মাঠে বিপক্ষ দলের প্লেয়ারদের কামড়। বিঃদ্রঃ বিফলে মূল্য ফেরত। বিজ্ঞাপনের পর আবার আইলাম.... * বদনা কই ফিল্মে অভিনয় করছেনা Angel Nisha ! তার পরিবর্তে Tabassum Anjum Anisha অভিনয় করবে বলে জানান কবিরাজ Fãhîm Ð Ghøst Rîðêr ! * আর কয়দিন পরই মুক্তি পেতে যাচ্ছে পান খোর সুইট গার্ল হাফসা অভিনিত ছাইয়া ছবি আমার বেড়রুম পাহারা দে। ছাইয়া ছবিটি পরিচালনা করবে, Rofiqul Islam Rocky ! প্রযোজনায় থাকবে, বর্ডার গার্ড বাংলাদেশ। * শিগ্রই নিয়ে আসছে একটি রেড কার্ড প্রোডাকশন, রেফারি পরিচালিত, এ্যাপল প্রযোজিত, সুয়ারেজ অভিনীত মরণ কামড় The Final Bite। ফিল্মটি দেখতে চোখ রাখুন খেলার মাঠে।
Posted on: Mon, 15 Sep 2014 04:26:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015