এই গানটা গুনগুন করে গান - TopicsExpress



          

এই গানটা গুনগুন করে গান নাই এমন মানুষ পাওয়া কষ্ট। মিনা কার্টুন অন্য রকম একটা জিনিস । How many like 4 this song?? মিনা কার্টুনের নস্টালজিক গানটি!! ======= আমি বাবা মায়ের সত্ ও আদরের মেয়ে আমি বড় হই, সকলের ভালবাসা নিয়ে আমার দুচোখে অনেক স্বপ্ন থাকে আমই পড়ালেখা শিখতে চাই। যদি চার দেয়ালের মাঝে কাটে সারাজীবন তাহলে থাকবো, শুধু বোঝা হয়ে শিক্ষা আমায় মুক্তি দেবে, মুক্তি দেবে আমি তো কালকের খুশি আর আশা আমারও তো সাধ আছে, আছে অভিলাষা ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে... আমই বাবা মায়ের সত্ ও আদরের মেয়ে আমি বড় হই, সকলের ভালবাসা নিয়ে আমার দুচোখে অনেক স্বপ্ন থাকে আমই পড়ালেখা শিখতে চাই।
Posted on: Tue, 19 Nov 2013 06:33:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015