=>এই জান শুনো আমার না একটা - TopicsExpress



          

=>এই জান শুনো আমার না একটা লেহেঙ্গা পছন্দ হয়েছে। =>দাম কত, মাত্র ৪৮,০০০টাকা =>আচ্ছা কাল বিকেলে কিনে দেবো, তারপর ইফতারী বাহিরে করে বাসায় যাবো। =>ওকে জান। উম্মমাহ। আমার লক্ষী জান্টুস। পরেরদিন_._._ প্রেমিক প্রেমিকা বসুন্ধরা সিটি থেকে শপিং শেষে বের হবার পর, এক সাত বছর বয়সের ফকিরঃ =>ভাইয়া পাঁচটা ট্যাকা দিবেন সারাদিন কিছুই খাই নাই।ইফতারিতেও কিছু খাইতে পারি নাই। =>প্রেমিক : এই সর সর সামনে থেকে সর। তোর নোংরা গা যেনো আমার সাথে না লাগে। >ভাইয়া দেন না পাঁচটা টাকা। >প্রেমিকা : কি জ্বালা এই দাওনা ছেড়া ফাড়া দুটো টাকা থাকলে দিয়ে দাও। অবশেষে প্রেমিক মানিব্যাগের চিপা থেকে ছেড়া দুই টাকার নোট ফকির কে দিয়ে বলল,মন মানসিকতা ঠিক কর। মন মানসিকতা কার ঠিক করা উচিত? যে বাপের টাকা দিয়ে অন্য মেয়ের সাথে ফুর্তি করে বেড়ায় তার? না যে ছেলেটা খাবারের অভাবে কাঁদতে থাকে প্রতিদিন???? লিখা #মেহেদী_হাসান
Posted on: Tue, 30 Jul 2013 18:48:58 +0000

Trending Topics



Quick update from me on the Ferrybridge Power Station fire
On this day (Nov. 12) in 1982: Los Angeles cowpunk/roots rock band

Recently Viewed Topics




© 2015