এই মাত্র বিকাশের টাকা - TopicsExpress



          

এই মাত্র বিকাশের টাকা তুলতে গেলাম। ছোট একটা দোকান, পাশের বেঞ্চে একজন ভদ্রলোক আর দুজন ভদ্রমহিলা বসা। তাদের পাশে দাঁড়িয়ে আমি এজেন্ট নাম্বার টাইপ করতেছি পাশে লাগানো স্টিকার থেকে। হঠাৎ দেখি মহিলাদ্বয় আমার পা থেকে মাথা পর্যন্ত দেখতেছে আর মুখ চেপে হাসতেছে! আমি তাকালাম... ভদ্রলোক - কিছু বলবেন? আমি - Am I staring at you?! (মহিলাদ্বয়ের হাসি উবে গেলো) ভদ্রলোক - না মানে আমি ভাবলাম... আমি চোখ দিয়ে ইশারা দিয়ে এজেন্ট নাম্বারের পোস্টার দেখালাম। (এইবার ইস্মার্ট ভদ্রলোকের মুখ শুকিয়ে গেলো।) অবস্থা সামলাতে একজন মহিলা আঙ্গুল তুলে দোকানের মালিককে দেখিয়ে- বিকাশ উনি.... আমি - I know the procedure, thank you! অতঃপর তিনারা চুংগা মুখ নিয়ে বসে থাকলেন আর আমি টাকা নিয়ে চলে আসলাম। পুনশ্চ : Billi se panga maat lena! (,).o0
Posted on: Thu, 20 Nov 2014 07:35:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015