এই মুভি নিয়ে যে পরিমাণ - TopicsExpress



          

এই মুভি নিয়ে যে পরিমাণ সাধনা আর প্রচার- প্রচারণা বা আলোচনা হয়েছে, ইতিপূর্বে আর কোনো মুভি নিয়ে এমনটা হয়েছে কিনা আমার জানা নেই! কিস্তিমাতমুভিটির ব্যবসায়ীক সফলতা কামনা করছি। সেই সাথে পরিচালক আশিকুর রহমান ও নায়ক আরিফিন শুভর জন্যেও রইলো শুভ কামনা। নিঃসন্দেহে পরিচালক হিসেবে আশিকুর রহমান ও একক/সফল নায়ক হিসেবে আরিফিন শুভর নিজেকে প্রমাণের বড় সুযোগ এই ছবিটি। ট্রেইলার ভাল হয়েছে, শুভ কামনা রইলো।
Posted on: Thu, 25 Sep 2014 19:23:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015