এইচআইভি সংক্রমিত রোগীর - TopicsExpress



          

এইচআইভি সংক্রমিত রোগীর সংখ্যা বাড়েনি এইডসকে বাগে আনতে না পারলেও এর থাবা থেকে কিছুটা নিস্তার পাওয়ার ইঙ্গিত পেয়েছে জাতিসংঘের সংস্থা৷ এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, গত দু বছরে বিশ্বে এইডস সংক্রমিত রোগীর সংখ্যা বাড়েনি৷ বুধবার প্রকাশিত প্রতিবেদনে ইউএনএইডস জানায়, এর ফলে এইডসকে মহামারি হতে না দেয়ার লক্ষ্য অর্জনে আরো আত্মবিশ্বাসী তারা৷ তবে গত বছর সারা বিশ্বে আরো অন্তত ২০ লাখ মানুষের দেহে এইচআইভি সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের এই সংস্থা৷ আশার কথা একটাই, ইউএনএইডস ধারণা করেছিল, ২০১২ ও ২০১৩ সাল মিলিয়ে এইচআইভি সংক্রমিত রোগীর সংখ্যা সাড়ে তিন কোটির মতো হবে৷ এ অনুমান ভুল হয়নি৷ তার মানে, এইডস নিরাময়ের ওষুধ আবিষ্কারে সাফল্য না এলেও এ রোগের বিষয়ে সচেতনতা বাড়ানোর সুফল আসতে শুরু করেছে৷ প্রতিবেদনে আরো বলা হয়, গত দু বছরে এইডসের কারণে মৃত্যুর হার সর্বনিম্ন পর্যায়ে ছিল৷ ২০৩০ সালের মধ্যে এইডসে মৃত্যুর হার বর্তমানের চেয়ে ৯০ ভাগ কমিয়ে আনতে চায় ইউএনএইডস৷ এর আগে ২০১৫ সালের মধ্যে চিকিৎসা গ্রহণে আগ্রহী প্রত্যেক এইডস রোগীকে চিকিৎসা সুবিধা প্রদানের লক্ষ্য স্থির করেছিল তারা৷ বুধবার প্রকাশিত প্রতিবেদনে এইডস নির্মূলের অংশ হিসেবে নেয়া আরো কিছু কর্মসূচি সম্পর্কেও ধারণা দেয়া হয়৷ গত বছর সারা বিশ্বের ১ কোটি ২৯ লাখ মানুষকে প্রাণরক্ষাকারী ওষুধ - See more at: sangbad24.net/single.php?id=92427
Posted on: Thu, 17 Jul 2014 13:10:00 +0000

Recently Viewed Topics




© 2015