এইসব কি শুরু হইল ! ফেসবুকে - TopicsExpress



          

এইসব কি শুরু হইল ! ফেসবুকে নতুন অ্যাপ্লিকেশান চালু হইসে।সেটাতে গেলেই ফেসবুকে অটো স্ট্যাটাস আসে কোন ফ্রেন্ড তোমার উপর ক্রাস খাইসে,কে তোমার বেস্ট ফ্রেন্ড,কে তোমার শত্রু,কে সবচেয়ে কেয়ার করে.… এইসব আর কি।পাবলিম ধুমাইয়া এইসব অ্যাপ এর স্ট্যাটাস দিতেছে.… কথা হইল এই অ্যাপ. যার তার উপর ক্রাস খাওয়াইতাছে।কে কার মামা,খালা,খালু,ভাই,বোন কোন বাছ বিচার ছাড়াই।পোলারে পোলার উপর আর মাইয়ারে মাইয়ার উপর ক্রাশ খাওয়ায় ! সবচেয়ে দুঃখের ব্যাপার হল, আমার উনি ইতমধ্যে ৬-৭ জন পোলার উপর ক্রাস খাইয়াছেন।এবং বেশিরভাগ পোলাই আমার ফ্রেন্ড! এইটা নিয়া সব ফ্রেন্ড তামাশ শুরু করছে..… জুকার মামা তুমি কই ? ! . . . . . :o :o
Posted on: Wed, 09 Oct 2013 16:17:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015