একাদশ ওয়ানডেতে প্রথম - TopicsExpress



          

একাদশ ওয়ানডেতে প্রথম শতক। উল্লেখ্য যে, আগের ১০ ওয়ানডের ভেতর ইতোমধ্যে পাঁচবারই হাঁস সঙ্গে করে ফিরতে হয়েছে সাজঘরে!! :-P :-P :-D সে যা-ই হোক, ছেলের বয়স মাত্র ২৫। প্রতিভা আর সামর্থ্য নিয়ে সংশয় সামান্যই। পায়ের নিচে একটু মাটি খুঁজে নেওয়ার সংগ্রাম চলছে এখন এই যা! #SAvWI পুনশ্চ- কখনো ল্যাপটপ তো কখনো ইন্টারনেটের দুশমনিতে প্রতিশ্রুতি মতো ভিডিও লিঙ্ক দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত! -_- চারবারের চেষ্টায় এটা আপলোড করার যোগ্যতা অর্জন করলাম, ৩ ঘন্টা নিছে আপলোড হতে!! -_- শর্মা, স্টার্কের ভিডিও বকেয়া তো আছেই, সঙ্গে সাকিবের বোলিং,ব্যাটিংয়ের ভিডিও জমা হয়ে আছে। যদি এভাবেই চলতে থাকে, তো সপ্তাহের শেষ নাগাদ হলেও আপলোড করার চেষ্টা করে যাব কথা দিচ্ছি!! -_- dailymotion/video/x2f21gt_rilee-rossouw-128-115-vs-west-indies-2nd-odi-jo-burg-2015_sport
Posted on: Mon, 19 Jan 2015 18:04:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015