এক নজরে নোবেল পুরস্কার - TopicsExpress



          

এক নজরে নোবেল পুরস্কার সমাচার: বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ন ও সম্মানজনক পুরস্কার হলো নোবেল পুরস্কার সুইডেনের প্রখ্যাত বিজ্ঞানী ও ডিনামাইট আবিস্কারক আলফ্রেড বার্নার্ড নোবেলের স্মৃতি ও তাঁর উইল অনুযায়ী তারই অর্থে ১৯০১ সাল থেকে এ পুরস্কার চালু হয়। 1.মোট কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদানকরা হয়? উঃ ৬টি (পদার্থ,রসায়ন, চিকিৎসা,সাহিত্য ,অর্থনীতি ও শান্তি)। 2.নোবেল পুরস্কার ঘোষনাকারী প্রতিষ্ঠান কতটি? উঃ ৪টি। 3. চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান? উঃ সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। 4.সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান? উঃ সুইডিস একাডেমী। 5.পদার্থ, রসায়ন ও অর্থনীতির নোবেল পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান? উঃ রয়েল সুইডিস একাডেমী অব সায়েন্সস। 6. শান্তির ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান? উঃ নোবেল কমিটি অব নরওয়েজিয়ান পার্লামেন্ট। 7/ একটি বিষয়ে সর্বোচ্চ কতজন নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত হতে পারে? উঃ ৩ জন। 8. কোন নোবেল পুরস্কারের জন্য ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানকে বিবেচনা হয়? উঃ শান্তিতে। 9. নোবেল পুরস্কারের জন্য বিবেচনা করা যাবে না উঃ কোন মৃত ব্যক্তিকে। 10 মরণোত্তর নোবেল বিজয়ী তিনজন কে কে? উঃ এরিখ কালফেল্ট(১৯৩১), দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১)এবং রালফ স্টেইনম্যান (নোবেল কমিটি জানত না) (২০১১)। 11.অর্থনীতিতে নোবেল পুরস্কার কবেথেকে চালু করা হয়? উঃ ১৯৬৯ সালে 12.ঐতিহ্যগতভাবে কোন নোবেল পুরস্কার বৃহস্পতিবার ঘোষনা করা হয়? উঃ সাহিত্যে। 13 শান্তিতে প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার বিজয়ী কে? উঃ ভিয়েতনামের ওলি ডাক থো’,তিনি প্রত্যাখান করেন। 14.অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম এশীয় কে? উঃভারতের ‘অমর্ত্য সেন’ (১৯৯৮ সাল)। 15.চিকিৎসা বিজ্ঞানে প্রথম এশীয় নোবেল বিজয়ী কে? উঃ ভারতের‘হরগোবিন্দ খোরানা’ (১৯২৯ সাল)। 16,প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার বিজয়ী কে? উঃ মিশরের ‘আনোয়ার সাদাত’ (১৯৭৮ সাল) । 17.প্রথম দুবার নোবেল পুরস্কার বিজয়ী কে? উঃ বিজ্ঞানী মাদাম কুরি (১৯০৩ ও ১৯১১ সাল)। 18,নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মার্কিন প্রেসিডেন্ট কে? উঃ থিওডর রুজভেল্ট(১৯০৬ সাল)। 19.প্রথম মুসলিম হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী কে? উঃ মিশরের ‘নাগিব মাহফুজ (১৯৮৮ সাল)। ২০.প্রথম ও একমাত্র মুসলিম হিসেবে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার জয়ী কে? উঃ পাকিস্তানের আব্দুস সালাম (১৯৭৯ সাল)। ২১.প্রথম ও একমাত্র মুসলিম হিসেবে রসায়নে নোবেল পুরস্কার জয়ী কে? উঃ মিশরের ‘আহমেদ এইচ. জেবাইল’ (১৯৯৯ সাল)। ২২.নোবেল বিজয়ী প্রথম নারী কে? উঃ ফ্রান্সের ‘মাদাম কুরী’ (১৯০৩ সাল)। ২৩.সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী নারী কে? উঃ সুইডেনের‘সেলমা লাগেরলফ’ (১৯০৯ সাল)। ২৪.এশিয়ার প্রথম নোবেল বিজয়ী কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর(১৯১৩ সাল)। ২৫.শান্তিতে প্রথম নোবেল বিজয়ী নারী কে? উঃ অষ্ট্রিয়ার‘বার্থাভন সুটনার(১৯০৫ সাল) । ২৬.পদার্থ বিজ্ঞানের প্রথম এশীয় নোবেল বিজয়ী কে? উঃ ভারতের ‘সিভি রমন’ (১৯৩০ সাল)। ২৭.আফ্রিকার প্রথম নোবেল বিজয়ী কে? উঃ দঃ আফ্রিকার‘ম্যাক্স থেইলা’ (১৯৫১ সাল)। ২৮.সর্বাধিক দু‘বার করে নোবেল পুরস্কার বিজয়ী কে কে? উঃ মাদাম কুরী,লিনাস পাউলিং, জন বার্ডেন ও ফ্রেডারিখ সেঙ্গার। ২৯. অর্থনীতিতে প্রথম ও একমাত্র নোবেল বিজয়ী মহিলা কে? উঃ এলিনর অসট্রম(২০০৯)। ৩০ শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মুসলিম কত জন? উঃ ৬ জন-আনোয়ারসাদাত-(১৯৭৮),ইয়াসির আরাফাত (১৯৯৪), শিরিন এবাদি (২০০৩),মোঃ এল বারাদি (২০০৫) ও ডঃ মুঃ ইউনুস (২০০৬) মালালা ইউসুফ জাঈ ২০১৪। ৩১.২০১৪ পর্যন্তু ভারতীয় উপমহাদেশে নোবেল পুরস্কার বিজয়ী কত জন? উঃ ৯ জন (ভারত-৬,পাকিস্তান-২ ও বাংলাদেশ-১)। ৩২.সর্বাধিক ৩ বার নোবেল বিজয়ী সংস্থা কোনটি? উঃ রেডক্রোস কমিটি-১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ (শান্তিতে)। ৩৩.রাজনীতিবিদ হয়ে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? উঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। ৩৪.কে মনোবিজ্ঞানী হয়েও অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন? উঃ যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল ক্যানেম্যান (২০০২)। ৩৫.কে অর্থনীতিবিদ হয়ে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন? উঃ ডঃ মুহম্মদ ইউনুস(২০০৬)। ৩৬.কে রসায়ন ও শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন? উঃ রিনাস পাউলিং (রসায়ন-১৯৫৪ ও শান্তি-১৯৬২)। ৩৭.কে রসায়ন ও পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন? উঃ মাদাম কুরী (পদার্থ-১৯০৩ ও রসায়ন-১৯১১)। ৩৮.২০১৩ পর্যন্তু জাতিসংঘের কতজন মহাসচিব নোবেল পুরস্কার লাভ করেন? উঃ ২ জন; দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১)ও কফি আনান (২০০১) । ৩৯.কে একমাত্র ব্যক্তি যিনি নোবেল পুরস্কার ও অস্কার পুরস্কার লাভ করেন? উঃ জর্জ বার্নার্ড শ’। ৪০,কারা একমাত্র সহোদর যারা নোবেল পুরস্কার লাভ করেন? উঃ জন টিনবারজেন ও নিকো টিনবারজেন। ৪১.২০১৩ পর্যন্তু কতজন মার্কিন প্রেসিডেন্ট নোবেল পুরস্কার লাভ করেন? উঃ ৪ জন-রুজভেল্ট(১৯০৬),উড্রো উইলসন (১৯১৯),জিমি কার্টার(২০০২) ও বারাক ওবামা (২০০৯)। ৪২.কোন বিষয়ে ভারতীয় উপ মহাদেশের কেউ নোবেল পুরস্কার লাভ করেনি? উঃ রসায়ন। ৪৩.দু’বার যৌথভাবে নোবেল পুরস্কার প্রাপ্ত একমাত্র ব্যক্তি কে? উঃ যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জন বার্ডেন ৪৪.সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখানকারী দু’জন কে? উঃ রাশিয়ার ‘বরিস পাস্তেরনাক’ (১৯৫৮)ও ফ্রান্সের ‘জ্যাঁ পল সার্ত্রে’ (১৯৬৪)। ৪৫.একমাত্র পিতা-পুত্র যারা একত্রে নোবেল পুরস্কার লাভ করেছেন? উঃ উইলিয়াম ব্রাগ ও লরেন্স ব্রাগ (পদার্থ বিজ্ঞান-১৯১৫)। ৪৬.একমাত্র পিতা-পুত্র যারা আলাদাভাবে নোবেল পুরস্কার লাভ করেছেন? উঃ ডঃ রজার ক্রর্নবার্গ (২০০৬) এবং বাবা ডঃ আর্থার ক্রর্নবার্গ (১৯৫৯)। ৪৭.এডলফ হিটলারের চাপে কে কে নোবেল পুরস্কার প্রত্যাখান করেছেন? উঃ এডলফ বুটেনন্টি (রসায়ন),গেরহার্ড গোমাহফ (চিকিৎসা)-১৯৩৯ এবং রিচার্ড কুন (রসায়ন)-১৯৩৮। ৪৮ নোবেল ইতিহাসে পুরস্কার প্রদান করা হয়নি কোন কোন সালে? উঃ ১৯৪০, ১৯৪১ ও ১৯৪২। ৪৯.সর্বাধিক নোবেল পুরস্কার লাভ করেছেন কোন দেশের নাগরিক? উঃ আমেরিকা। ৫০.২০১৪ পর্যন্তু এশিয়ার কোন দেশ সর্বাধিক নোবেল পুরস্কার পেয়েছে? উঃ জাপান। ৫১. কোন পরিবার সর্বাধিক ৪ জন ৫ বার নোবেল পুরস্কার লাভ করেছেন? উঃ কুরী পরিবার। মাদাম কুরী (১৯০৩ ও ১৯১১), পিয়েরে কুরী (১৯০৩),আইরিন জুলিয়েট কুরী (১৯৩৫) ও ফ্রেডারিখ কুরী (১৯৫০)। ৫২.সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী কে? উঃ মালালা ইউসুফ জাঈ ১৭ বছর বয়সে। ৫৩.সবচেয়ে বেশী বয়সে নোবেল বিজয়ী কে? উঃ যুক্তরাষ্ট্রের লিওনিড হারউইজ (২০০৭); ৯০ বছর। ৫৫.সবচেয়ে বেশী নোবেল বিজয়ী কোন প্রতিষ্ঠানের? উঃ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। ৫৬.নোবেল বিজয়ীদের মধ্যে সবচেয়ে বেশী দিন জীবিত আছেন? উঃ রিটা লেভি মনটালচিনি (১৯৮৬); এখন ১০২ বছর। ৫৭, জাতিসংঘ ও এর অঙ্গসংস্থাগুলো কতবার নোবেল পুরস্কার লাভ করে? উঃ ৮ বার। কত জন নোবেল ৫৮. বিজয়ী পুরস্কার ঘোষনার সময় গ্রেপ্তার ছিলেন? উঃ ৩ জন (শান্তিতে)।(ক্যারল ভন ওসিয়েটজকি - জার্মানী ১৯৩৫,অং সাং সুকী -মায়ানমার ১৯৯১এবং লিউ জিয়াবাও -চীন ২০১০। ৫৯.মোট কত জন নারী (২০১৪) নোবেল পুরস্কার লাভ করেছেন? উঃ ৪৬ (৪৬ বার) জন। ৬০. কোন বিষয়ে (২০১৪)সর্বাধিক নারী নোবেল পুরস্কার লাভ করেছেন? উঃ শান্তিতে (১৭ জন) ৬১ ।কোন বিষয়ে (২০১৪)দ্বিতীয় সর্বাধিক নারী নোবেল পুরস্কার লাভ করেছেন? উঃ সাহিত্যে (১৪ জন) ৬২।মোট মুসলিম নোবেল পুরস্কার (২০১৪) বিজয়ী কত জন? উঃ ১১ জন। নোবেল পুরস্কার বিজয়ী ২০১৪ ১.পদার্থবিজ্ঞান => ইসামু আকাসাকি (জাপান) ,- হিরোশি আমানো (জাপান), -শুজি নাকামুরা( জাপানি বংশোদ্ভূত মার্কিন), # অবদান => নীল আলোর এলইডি (লাইট ইমিটিং ডায়োড) আবিষ্কার । ২.শান্তি => মালালা ইউসুফজাই(পাকিস্তান) *নারীশিক্ষার জন্য আন্দোলন, -শিশুবন্ধু কৈলাশ সত্যার্থী (ভারত), *শিশু অধিকারের জন্য আন্দোলন | সংগঠন=> বাচপন বাঁচাও আন্দোলন বা শৈশব রক্ষা আন্দোলন । ৩. সাহিত্য => ফরাসি লেখক প্যাত্রিক মোদিয়ানো |বই=> স্মৃতির শিল্প । ৪. রসায়ন=> স্টেফান ডব্লিও হেল (জার্মানি),-উইলিয়াম মোয়েরনার (মার্কিন) , -এরিক বেতজিগ (মার্কিন), # অবদান => লাইট মাইক্রোস্কোপের উন্নয়ন । ৫.চিকিৎসা => জন ওকিফি (মার্কিন বংশোদ্ভূত),নরওয়ের দম্পতি এডভার্ড আই মুসা ও মে-ব্রিট মুসা | # অবদান=> মস্তিষ্কের ভেতরকার জিপিএস ব্যবস্থার উদ্ভাবন ৬.অর্থনীতি>The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2014 পেয়েছেন>>Jean Tirole # অবদান for his analysis of market power and regulation. .......সংগৃহীত.....
Posted on: Sat, 18 Oct 2014 13:52:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015