এক মাইয়া আমারে মেসেজ - TopicsExpress



          

এক মাইয়া আমারে মেসেজ পাঠাইছে, বাবা, আমাকে প্লীজ একটা ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান। আমি ৩ সেকেন্ডের মধ্যে আপনার রিকুয়েস্ট একসেপ্ট করবো! :-P আমি মাইয়াডারে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাইয়া ৩ মিনিট অপেক্ষা করিলাম! কিন্তু মাইয়া আমার ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করলো না! :O তাই আমি তারে মেসেজ দিয়ে কইলাম, কি গো খালা? ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করেন না ক্যান? ৩ সেকেন্ড পার হইয়া তো ১৮০ সেকেন্ড হইলো! :-P কিন্তু মাইয়াডা আমার মেসেজ দেইখাও আমাকে রিপ্লাই দিল না! কিছুক্ষণ পর দেখি মাইয়া আমার ফ্রেন্ড রিকুয়েস্ট ডিলেট কইরা আমারে ফলোয়ার বানাইয়া রাখছে! :O আরো কিছুক্ষণ পর দেখি মাইয়াডা স্ট্যাটাস দিছে, আজকে একটা দারুণ কাজ করেছি! জোকার বাবারে বলদ বানিয়ে, তাকে আমার ফলোয়ার বানিয়ে ফেলেছি! :O এইটা দেইখা আমিও আর দেরি করলাম না! ধুমধাম কইরা আমার ব্লকলিস্টে আরেকটা নতুন মুখ ভর্তি করিলাম! এইরকম অসভ্য মাইয়াগো আসল জায়গা হইলো জোকার বাবার ব্লকলিস্ট। :-P Re-post
Posted on: Sun, 01 Dec 2013 07:55:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015