এক সাহসী এবং মেধাবী - TopicsExpress



          

এক সাহসী এবং মেধাবী যুবকের গল্প ! ১৮৯৫ সালের কথা।এক যুবক ইংরেজিতে এম.এ পরীক্ষা দেয়ার প্রস্তুতি নিচ্ছে। মাত্র ছ’মাস পরেই পরীক্ষা। আর ঘোরাঘুরি নয় , দাবাখেলা নয়, শুরু করেছে পড়াশুনার লড়াই । হঠাৎ এক বন্ধু এসে হাজির । আর এসেই খোঁচা দিয়ে বন্ধুটি যুবককে বললো -কী, অংকের ভয়ে বুঝি ইংরেজি নিয়ে পরীক্ষা দিচ্ছ ? তার মানে ? বইয়ের পাতা থেকে মুখ তুলে চাইলো যুবক , চোখে মুখে তার বিস্ময়, কী বলতে চাইছো তুমি ?আগত বন্ধুটি বললো -না ,বলছিলাম কি ,মুসলিম ছাত্রদের তো একটি দুর্নাম আছে। -কি দুর্নাম ? -তারা কোন মগজের কাজে নেই । তারা অনেক ভয় পায়। অংক নাকি তাদের মাথায় ঢোকে না । -কী বললে তুমি ? মুসলিম ছাত্ররা অঙ্ক দেখে ভয় পায় ? সহসা যেন বাঘের মতো গর্জে উঠলো যুবকটি ।-নয়তো কী! আগত বন্ধুটি বললো , অঙ্ক দেখে ভয় পাও বলেই তো শুধু মুখস্ত বিদ্যা দিয়ে ইংরেজি পরীক্ষা দিচ্ছ। যদি অঙ্ক নিয়ে পরীক্ষা দিতে পারতে তবে না হয় বুঝতাম তোমার মাথার জোর । -ঠিক আছে, তা-ই হবে। যুবকটি সজোরে টেবিলে মুষ্ঠাঘাত করে বলে উঠলো , আমি আগে অঙ্ক পরীক্ষা দিব। মুসলিম ছেলেরা যে ভয় পায় না তা দেখিয়ে দেব। যেই কথা সেই কাজ। ‘মরদ কা বাত হাতি কা দাঁত। ’ তেজস্বী যুবকটি জেদ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্পেশাল পারমিশন নিয়ে মাত্র ছ’মাসের প্রস্তুতিতে অঙ্ক পরীক্ষা দিলো আর সবাইকে তাক লাগিয়ে দিয়ে অঙ্কে রেকর্ড সংখ্যক নাম্বার নিয়ে এম এ পাস করলো। যার কথা বলছি তিনি আর কেউ নন,তিনি হলেন আমাদের বাংলার বাঘ # শেরে_বাংলা_এ_কে_ফজলুল_হক ।
Posted on: Wed, 22 Oct 2014 00:38:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015