একজন বাবা যখন আপনার বয়স - TopicsExpress



          

একজন বাবা যখন আপনার বয়স ১ তখন তিনি তার ঘুম বিসর্জন দেন আপনার দেখা শোনার জন্য। যখন আপনার বয়স ১০ তখন তিনি তার প্রিয় perfume টা ছেঁড়ে দিতেন আপনার স্কুল এর বেতন পরিশোধের জন্য। যখন আপনি ১৮ তখন তিনি তার সব সঞ্চয় শেষ করা শুরু করতেন আপনার graduation এর জন্য। যখন আপনার ২২ তখন তিনি তার সম্মান বিসর্জন দিতে হত আপনার একটা চাকুরির জন্য। আপনার খরচ যোগাতে গিয়ে তার জন্য কাপড় কেনা বাদ দিতে হত। আপনাকে একটা সমৃদ্ধ জীবন দেয়ার জন্য উনি উনার শরীর এর খেয়াল পর্যন্ত নিতেন না। তিনি ই একজন যিনি তার সব ব্যাক্তিগত পছন্দ বিসর্জন দিতেন শুধু মাত্র আপনার একতা সুন্দর জীবনের জন্য। বাবা যে কথা কখনও বলতে পারিনি তোমাকে.. অনেক ভালবাসি বাবা তোমাকে।
Posted on: Wed, 17 Sep 2014 17:13:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015