| | | একটি ক্ষুব্ধ - TopicsExpress



          

| | | একটি ক্ষুব্ধ প্রতিবাদলিপি | | | আমাদের শ্রদ্ধেয় স্যার ডা: তৌহিদুল ইসলাম বদলি হয়ে যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেল কলেজে,এটা শুনে আমরা সবাই যারপরনাই ক্ষুব্ধ| আমরা,যশোর মেডিকেল কলেজের সকল শিক্ষার্থী এই বদলি আদেশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তাঁর বদলি আদেশ অতিসত্বর মুলতবি করার জোর দাবি জানাচ্ছি| ফার্স্ট প্রফের এইরকম এক ক্রান্তিকালে তাঁর মতো একজন পিতৃতুল্য শিক্ষকের চলে যাওয়া আমাদের জন্য আত্মহত্যার শামিল ছাড়া আর কিছুই নয়| শুধু প্রফের স্বার্থে নয়,তাঁর মত একজন অভিভাবক আমরা কখনোই ছাড়তে রাজি নই| আমরা আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থে নয়,সামগ্রিক স্বার্থের কথা চিন্তা করে যথাযথ কর্তৃপক্ষকে আমাদের প্রিয় স্যারের বদলি আদেশ বাতিল করে তাঁকে আমাদের ফিজিওলজি ডিপার্টমেন্টের টিচার হিসাবে পুনরায় বহাল করার জন্য সর্নিবন্ধ অনুরোধ ও জোর দাবি জানাচ্ছি|
Posted on: Mon, 22 Jul 2013 14:04:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015