একটা ছেলে আর একটা - TopicsExpress



          

একটা ছেলে আর একটা মেয়ের প্রায় ৪ (চার) বছরের ভালোবাসা। ... একদিন মেয়েটি ঈদ এর আগে ছেলেটির কাছে একটা সোনার মালা গিফট চাইল। ______ছেলেটি কিছু বল্ল না। পরের দিন কলেজ যাওয়ার সময় রাস্তায় মেয়েটিছেলেটাকে বল্ল আমারগিফট কোথায় ? _____ছেলেটি কিছু না বলে একটি ব্যটরীসেট পুতুল গিফট করলেন। মেয়েটা পুতুলটাকে নিয়ে রাস্তায় ছুরে ফেলে দিলেন। ছেলেটি যত্ন সহকারে পুতুলটি তুলতে গেলেন , ___এমন সময় একটা বাস এসে ছেলেটাকে ধাক্কা দেয়। ছেলেটা সঙ্গে সঙ্গে মারা যায়। মেয়েটি দৌরে গিয়ে ছেলেটিকে জরিয়ে ধরে কান্না করতে লাগল। _____এমন সময় ব্যটরী সেট পুতুলটি বলতে লাগল তোমার উপহার আমার (ছেলেটার) পকেটের ভিতর। যদি তুমি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমার পকেট থেকে তোমার উপহার বের করো। _____মেয়েটি ছেলেটার পকেটে হাত দিয়ে দেখে সে ( ছেলেটি) সত্যি তার জন্য গিফট নিয়ে এসেছে। মেয়েটি এটা দেখে আবার জোরে জোরে কাঁদতে লাগল আর বলতে লাগল তুমি আমায় এত ভালোবাসো আগে বলোনি কেন। কিন্তু এখন কেঁদে লাভ কি। যার জন্য সে কাঁদছে তিনি তো আর পৃথিবীতে নেই। ____ যাকে সত্যি করে ভালোবাসো তার প্রতি সবসময় বিস্বাস আর ভরসা রাখতে হয়। ক মে ন্ট করতে ভুলবেন না
Posted on: Tue, 16 Dec 2014 12:20:06 +0000

Trending Topics



iv class="stbody" style="min-height:30px;">
As a member of the Strawbridge Art League, I was delighted to be
"Shaadi ke pehle - Agar Tum Na Hote:( Shaadi ke baad - Agar Tum Na
Jay Ratliff visits Chiefs, Bears Posted by Michael David Smith

Recently Viewed Topics




© 2015