একটা ছেলে আরেকটা মেয়ে - TopicsExpress



          

একটা ছেলে আরেকটা মেয়ে খুব ভালো বন্ধুছিল। তারা ঘণ্টারপড় ঘণ্টা একে অপরের সাথে ফোন এ কথা বলত। তারা অনেক সুখী ছিল।কিন্তূ একদিন ছেলেটি মেয়েটার call রিসিভ করে নি। তাই মেয়েটি চিন্তিত হয়ে পরে। সেদিন রাতেসে ঘুমাতে পারেনি। অনেক কান্না কাটি করেছিল। সেদিন সে বুঝতে পেরেছিল যে সেছেলেটাকে ভালোবাসা ফেলেছে। পড় দিন সকালে ছেলেটা ফোন দিলো মেয়েটাকে টাকে।ছেলে : হেলো।মেয়ে : আমি খুব খুশি হয়েছি যে তুমি আমাকে call করেছ। কিন্তূ গতকাল তোমার কি হয়েছিল? ছেলে : খুব ব্যস্ত ছিলাম। ( মেয়ে বুঝেছিল যে কোন সমস্যা হয়েছে তাও সেনা বুঝার ভান করে রইলো) কিছুক্ষণ চুপ থাকের পড় ছেলে : আমাদের কথা বলা বন্ধ করে দেওয়া উচিৎ। মেয়ে : কি?? কেন? ছেলে : আমি sorry। bye।.................{Everything else Flashed in Her Mind,Tears :Cars runningby Her..Roof of some building..and Sunset..She couldn’t understand anything..She started Feeling Lonely, rejected, and broken..... (তারপর মেয়েটি টি চিন্তা করলো যে সে ছেলেটিকে ফিরে পাবার জন্য শেষ বার চেষ্টা করবে) তারপর সে ছেলেটাকে call করলো মেয়ে : হেলো। ছেলে : call করেছ কেন? মেয়ে : আমি তোমাকে কিছু বলতে চাই । ছেলে : বলো। মেয়ে : আমরা কথা বলা বন্ধ করার আগে আগে একটা জিনিস জানতে চাই । ছেলে : কি? মেয়ে : তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? .....( ওই বলে মেয়েটিই কান্না শুরু করে দিলো। এবং বুঝতে পারলো যে ছেলেটা থেকে ভালোবাসেনা) [৫ ঘণ্টা পড়]ছেলেটার একটা call আসল। সেই call টি ছিল মেয়েটির মায়ের। মা বললেন যে মেয়েটিই কার এক্সিডেন্ট করেছে তাকে হাসপাতাল ও ভরতি করi হয়েছে।.... (ছেলেটি দৌড়ে হাসপাতাল এ গেলো)..... মেয়েটি ছেলেটার নাম বলতে বলতে চোখ খুল্ল। এবং ছেলেটা তার হাতেধরে বলল....ছেলে : আমি sorry। এইসব আমার ভুল। কিন্তূ আমি ওয়াদা করলাম যখন তুমি সুস্থ হবে আমি ওর প্রায়েশ্চিত্ত করবো। মেয়ে : আমি আর কখনো সুস্থ হবোনা। ছেলে : না . এমন কথা বলবেনা। মেয়ে : আমাকে একটা কথা বলো। তুমি কেন এমন করলে? ছেলেটা বলল " তার Heart এ সমস্যা ছিল। তার বেচে থাকার সম্ভাবনা খুব কম ছিল। মেয়েটা যেতে টেনশান না করে সে জন্য সে মেয়েটিকে কিছু বলেনি" ছেলে : আমি এমন করেছি। কারণ আমি তোমাকে ভালোবাসি।মেয়ে : আমিও তোমাকে অনেক ভালোবাসি।.......(একটু পড়ো মেয়েটার হার্টবিট বন্ধু হয়ে যেয় , সে মারা যায়)..............(তার ১০ মিনিত পড় ছেলেটি ও মারা যায় heart attack এ । কারণ সে ওই কষ্ট বুকে নিয়ে বাচতে চায়না যেতার জন্য তার ভালবাসার মানুষটি আজকে পৃথিবী থেকে বিদায় নিলো)
Posted on: Tue, 23 Jul 2013 19:31:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015