একটি প্রশ্ন না করে আর - TopicsExpress



          

একটি প্রশ্ন না করে আর পারতেছিনা। . মেরিনার বলতে কি শুধুই ক্যাডেট আর অফিসার? . যারা রেটিং (সাধারণ ক্রু, মানে আমি নিজেও) তারা কি মেরিনার না ?????????? . . অনেকেই আমাকে ইনবক্সে আপত্তিকর কথাবার্তা বলে ( যা ভাষায় প্রকাশ অযোগ্য) আমি কেন নিজের প্রোফাইলে মেরিনার শব্দটি ব্যাবহার করি? . . . মেরিনার বলতে আমি কি বুঝি? উত্তর : সী-লাইফের সাথে জড়িত সকল ব্যক্তি যারা নিজ নিজ রেঙ্ক অনুযায়ী দ্বায়িত্ব নিয়ে সমুদ্রচারী নাবিক হিসেবে দ্বায়িত্ব পালন করে তাদেরকেই আমি মেরিনার মনে করি। এখানে অফিসার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সাধারণ ক্রু সবাই নাবিক/মেরিনার। তবে হ্যাঁ, অবশ্যই এখানে কিছু ভাগ আছে রেঙ্ক অনুযায়ী। ক্যাডেট থেকে টপ লেভেলের সবাইকে আমি বলব মেরিন অফিসার / মেরিন ইঞ্জিনিয়ারিং অফিসার . . . মেরিনারদের বর্তমান বাজার পরিস্থিতি সকলের জন্যই খারাপ (অফিসার, ক্রু) সবার জন্যই। হ্যাঁ ক্যাডেটের বাজার খুবই করুন পরিস্থিতি, তাছাড়া ফ্রেশ জুনিয়র অফিসারদের অবস্থাও খুবই খারাপ। 3000 ডলারের বেতন এখন মাত্র 400 ডলারে এসেছে, তাও আবার কত লবিং, কত দালাল, কত টাকার লেনদেন। কোনভাবেই এ অবস্থা মেনে নেয়া যায়না। (বস্তুতঃ আমাদের ও তো এম্বিশন আছে) . তাই এ অবস্থা থেকে উত্তরনের জন্য যদি কিছু করতেই হয় তবে শুধু ক্যাডেটরা একা কেন করবে? পরিস্থিতি সবার জন্যই খারাপ। আজ হয়তো রেটিংদের সেলারি এখনো কমেনি, কিন্তু রিকুয়ার্মেন্ট তো নাই। আজ হয়তো টপ ফোর লেভেলে চাকরির বাজার এখনো ভালো আছে। কে নিশ্চয়তা দিতে পারে আগামী বছরে তাদের অবস্থা আরও করুণ হবেনা? . . . তাই বলছিলাম যদি সেমিনার বা মিটিং করে কিছু করতেই হয় তাহলে অফিসার ক্রু সবাই একসাথে করাটাই হবে বুদ্ধিমানের কাজ। সকল মিডিয়ার সামনে বড় করেই পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরতে হবে। . ভুল ত্রুটি ক্ষমা করবেন ভাই। লিখেছেন: Amir Hossain Khan Rana
Posted on: Wed, 17 Sep 2014 04:52:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015