একটা বিষয় লক্ষ্য - TopicsExpress



          

একটা বিষয় লক্ষ্য করিতেছি.... এই রমজানে যাহারা রোজা রাখে নাই, হাজার রকম অনৈসলামিক কাজ কারবার করিয়া বেড়িয়েছে, তাদেরই ঈদ উপলক্ষে লম্ফঝম্ফ বেশী। বাজারগুলোতে বেপর্দা নারীদের ঢল দেখা যাইতেছে। মাথার উপরে একটা underware দিয়েই পর্দার হক আদায়কারিণীদের সংখ্যাও নেহায়েত কম নহে। Auto রিকশাতে করিয়া concrete কোচিং হইতে মানে সোনাদিঘীর মোড় হইতে বাড়িতে আসার পথে এ দৃশ্য দেখিয়া ভাবিলাম, দ্বীনধর্ম কি ইচ্ছামত বিকৃত করিয়া মনমত আমল করা যায়? তাহাদিগের পর্দাবিষয়ক সৃজনশীলতা দেখিয়া আমি হতবাক। আবার বিগত বছরে শুনিয়াছিলাম, বাজারে নাকি Sunny Leone জামা আসিয়াছে! আমি শুনিয়া বন্ধুদিগকে বলিয়াছিলাম, উহা বাজারে চলিতে পারে না। কেননা, Sunny Leone তাহার দুশ্চরিত্রের জন্য বিশ্ববিখ্যাত। কেউ Sunny Leone এর মত হইতে চায় তাহা আমার বিশ্বাসের অযোগ্য । অতঃপর, ঈদের পরে জানিতে পারিলাম, সেই পোষাক প্রচুর বিক্রয় হইয়াছে! আমি শুনিয়া যে কি পরিমাণ মর্মাহত হইয়াছি তাহা ভাষায় ব্যাক্ত করিতে পারিব না.... অবশেষে বিশ্বাস হইল দেশে এখন Sunny Leone এর অনেক গুণগ্রাহী উত্তরসূরী রয়েছে.....
Posted on: Wed, 23 Jul 2014 08:35:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015