একটা সামাজিক - TopicsExpress



          

একটা সামাজিক প্রতিষ্ঠানের নির্বাচনে কাজ করে গত রাতে ঢাকায় ফিরেছি। নির্বাচনের অভিজ্ঞতা গুলো নিচে লিস্ট করে দিচ্ছিঃ ১) ক্লিন ইমেজের মানুষেরা জিতেছেন। ২) ১,১৪৪ জন সদস্যের চক্ষু হাসপাতাল (BNSB) নির্বাচনে প্রার্থী হিসেবে এবং পেছনের শক্তি হিসেবে ক্রিয়াশীল ছিলেন একজন বর্তমান ও একজন প্রাক্তন মন্ত্রীসহ সব দলের এবং সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ। এই নির্বাচনটি আসন্ন জাতীয় নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচনের পূর্বে সম্ভাব্য প্রার্থীদের শক্তি পরীক্ষার ময়দান হিসেবে বিবেচিত হয়েছে। ৩) গণজাগরণ মঞ্চ, পটূয়াখালীর সংগঠক হওয়ার অপরাধে ক্লিন ইমেজ থাকা সত্বেও নির্বাচিত হতে পারেননি দুইজন সাংস্কৃতিক সংগঠক, অন্য একজন কোন মতে জিতেছেন। ৪) জামায়াতে ইসলাম ছাড়া অন্যান্ন দলের মধ্যে দলের উর্ধে উঠে সামাজিক বিষয়কে গুরুত্ব দেওয়ার প্রবনতা লক্ষ করা গেছে। ৪) ভোটারেরা একটা দক্ষ এবং দূর্নীতিমুক্ত হাসপাতাল চায়।
Posted on: Mon, 08 Jul 2013 05:31:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015