একটি ১৮+ পোস্ট .. বাবাকে - TopicsExpress



          

একটি ১৮+ পোস্ট .. বাবাকে নিয়ে ডাক্তার দেখিয়ে ফিরছি .. রাস্তায় প্রচন্ড জ্যাম বৃষ্টি .. এর মধ্যে আমার life আরও complicated করতে radio foorti তে শুরু হল প্রোগ্রাম its complicated এখানে শ্রোতাবন্ধুরা তাদের বিভিন্ন সমস্যা sms করে পাঠায় আর সবজান্তা আর জে মনিকা তার সমাধান বাতলে দেয়। প্রথম সমস্যা - আমি মিতু .. আমার স্বামী আমাকে সহবাসে শান্তি দিতে পারছে না। এখন করণীয়? আর জে মনিকা খুশি খুশি গলায় - ধন্যবাদ মিতু অসম্ভব bold ভাবে আপনার সমস্যা জানানোর জন্য ... এইসব কি মিতু? আপনি boldness দেখানোর আর সময় পেলেন না ! মিস মনিকাও যেভাবে সমস্যার উপায় বাতলে দিচ্ছেন তাতে AC এর মধ্যেও কান দিয়ে গরম ধোঁয়া বের হওয়ার অবস্থা.. বাবা সম্ভবত বাঁচতে হলে জানতে হবে নীতিতে বিশ্বাসী .. সেও রেডিও অফ করার কথা কিছু বলে না! একটু পর এবার ফিরে যাব গানে শুনে যেই হাফ ছাড়ব.. শুনবেন বন্য rap বাই ফুয়াদ শুনে আবার দমে গেলাম। গান শুরু হল- তোর জন্য আমি বন্য .. দেহ টা ঝাক্কা রে শুনে বাবা দেহ কিছুটা ঝাকি দিয়ে নরেচড়ে বসল। আমি দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভারকে বললাম - মাথা ধরে গেছে। রেডিও অফ করে দেন।
Posted on: Thu, 25 Sep 2014 17:06:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015