একটু মনোযোগ দিয়ে - TopicsExpress



          

একটু মনোযোগ দিয়ে পড়। সেলিমঃ আন্টি আগামী মাসের বেতনটা অগ্রিম দেওয়া যাবে কি? ছাত্রের মাঃ খুব বেশী প্রয়োজন বাবা? সেলিমঃ জ্বি আন্টি। ছাত্রের মাঃ আচ্ছা।। যাক দুই হাজার টাকার মিল হলো টিউশন থেকে। বাকী আরো তিন হাজার টাকা। হাতে আটদিন সময়। সেলিম রাস্তায় হাটছে আর ভাবছে কীভাবে তিন হাজার টাকা জোগাড় করা যায়। দোস্ত যিলানী বলেছিলো একটা টিউশনি পেয়েছে। সেখানে গেলো। ক্লাশ নাইনের ছাত্র। অথচ বেতন এক হাজার। তবুও রাজী হয়ে গেলো। বলতেই এক মাসের বেতন অগ্রিম পেয়ে গেলো সেলিম। বাসায় এসে গত এক বছর ধরে জমানো টাকা গুনলো। দুই হাজার একশ টাকা হলো। সেলিম অনেক অনেক খুশি হলো। পাঁচ হাজার টাকার মিল হয়েছে। কৃষ্ণ স্বর্নকারের দোকানে প্রতিদিন যেতো সেলিম। এক জোড়া কানের দুল কিনবে। মন মতো কানের দুলটা কেবল এই দোকানটাতেই আছে। গত একটি বছর যাবত দুলটি পাহারা দিয়ে আসছে সেলিম। অবশ্য সেলিম প্রতি মাসে একশত টাকা করে দিতো যাতে দুলটি বিক্রি না করে। আজ পাঁচ হাজার টাকায় সেলিম দুলটি কিনে নিলো।। সেলিম মধ্যবিত্ত ঘরের ছেলে। বাবা অবসরপ্রাপ্ত টিচার। মা গৃহিনী। অভাবটা যেনো সেলিমের বড়ই আপন। অনার্সে ভর্তি হওয়ার সময় কোনভাবেই ভর্তির টাকাটা ম্যানেজ করতে পারছিলো না। সেলিমের মা বাবার দেওয়া একমাত্র স্মৃতি একজোড়া কানের দুল সেলিমের হাতে তুলে দেয়।তখন সেলিমও নিরুপায়। তার বাবাও নিশ্চুপ। বাধ্য হয়ে দুল জোড়া কৃষ্ণ স্বর্নকারের দোকানে বিক্রি করে দিলো সেলিম। আজ সেই দুলজোড়াই কিনলো। আজ মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস। মেস থেকে বাড়ি আসলো সেলিম। মাকে জড়িয়ে ধরলো। মা সেলিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।মায়ের দুটো কান খালি। বেশ বেমানান লাগছে। সুন্দর একটা কেক নিলো সেলিম। মাকে কেকটা কাটতে দিলো। ঠিক মাঝখানে চোট্ট একটা কৌটা। সেলিমের মা হাতে নিলো কৌটাটি। কৌটাটি খুললো। মার চোখ আটকে গেলো এক বছর আগে হারানো কানের দুলটির দিকে। সেলিমের মা কাঁদছে। দুচোখের অশ্রু মুচে বললো সেলিম সুন্দর এই দিনে কাঁদতে নেই। এই দিনটা শুধু তোমার জন্য।। সেলিমের বাবা নিরব দর্শক ছিলো সেই মুহূর্তে। তিনি উঠে এসে সেলিমকে জড়িয়ে ধরলো।। দুজন দুপাশে আকড়ে আছে সেলিমকে। মা-বাবার শীতল স্পর্শে মনটা নেচে উঠল সেলিমের।। আর মনে মনে বলতে থাকলোঃ সুখগুলো আমারই থাকে দুঃখগুলো না। কস্টগুলো ভাগ করে নেন সে যে আমার মা।। জনম জনম মায়ের প্রতি ভালোবাসা হোক অকৃত্রিম।। ভালো লেগছে...? লিখুন I love u ma Run with little attention. Selimah Aunty next month Betanata to give advance? United students need parents too? Speaking selimah aunty. Well these six students .. Similarity of two of the Tuition The. There are more than three thousand. During eight hands. International best Salim street and How to think of three Of money can be collected. Buddies Said yilani got a tutor. Were there. Nine students in the class. But one of you. Yet Were agreed. Lucky one month Salim were getting paid in advance. Home The last one year Gunalo for savings. Two of Hundred money. LinkedIn is much more happy. Five Of Tucker has similarities. Krishna day sbarnakarera stores Salim would. One pair of earrings Buy. Just like the minds ear dulata This has dokanatatei. Last one year LinkedIn dulati been coming through to watch. However Salim hundred per month The money would have So dulati not sell. Today five I needed money to buy thousands dulati Salim .. Advertise in the middle of the room boy. Retired teacher parents. Mother is a housewife. Salim talks say is his too. The time of admission in any way anarse Admission manage money You do not seem to. Salims parents Given a pair of ear-only memory Into the hands of Salim deyatakhana Pendant LinkedIn dog. She asked her father. Krishna Pendant pairs forced sbarnakarera LinkedIn fore sold in stores. Today Kinalo the dulajorai. Today is the second Sunday in May Mothers Day. Selim came home from the mess. Mother was hugging. Salim on mother Two ears boolean dicchemayera Empty. Feel quite incompatible. Salim took a beautiful cake. Fore kekata mother cut. OK Cotta in the middle of a casket. Salims mother took over the casket. Opened the casket. Mothers eyes were stuck to one year Before losing to dulatira ear. Salims mother crying tears Salim said muce beautiful Not a day crying. This day just For .. Salims father, who was a silent spectator Moment. He came up and was hugging Salim .. There are two sides of the Selim understood. Cool parents Well, Ed was dancing touch .. And to think thakaloh If my sorrow happy moment not sorrow who shared my Mom .. Mom leaves leaves However, true love like ...? Write I love mother
Posted on: Tue, 14 Oct 2014 08:49:22 +0000

Trending Topics



EI! VĂ ROG DAȚI "SHARE" "Nu am
Jonathan Adler Meurice Glass Table in Antique Brass On
Nearly 2 decades ago when Jean Bustard started a company in
THE NAME TODAY IS NOT YAWEH THE TEACHINGS OF BISHOP DAVID

Recently Viewed Topics




© 2015