একদিন এক কাঁকড়া সাগরের - TopicsExpress



          

একদিন এক কাঁকড়া সাগরের তীর ধরে হেঁটে যাচ্ছিল । সাগরের ঢেউ এসে বার বার তারপায়ের ছাপ মুছে দিয়ে যাচ্ছিলো । সেটাদেখে কাঁকড়া বলল: "তুমি আমার বন্ধু হয়ে ও কেনো বার বার আমার এত সুন্দর পায়ের ছাপগুলো মুছেদিচ্ছো? ঢেউ উত্তর দিল: " এক জেলে তোমাকে ধরার জন্য তোমার পায়েরছাপ অনুসরন করছে । তাই আমি তা মুছে দিচ্ছে । যাতে তুমি ভাল থাকো,সুরক্ষিত থাকো " সত্যিকার বন্ধু উপকার করে কিন্তু , বিনিময়ে চায়না কোন প্রতিদান ।
Posted on: Mon, 29 Jul 2013 23:04:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015