একবার আব্রাহাম লিংকনের - TopicsExpress



          

একবার আব্রাহাম লিংকনের কাছে এক ভদ্রলোক এসে বীরদর্পে বললেন- -- আমার ছেলেকে রাষ্ট্রীয় উচ্চপদস্থ চাকুরি দিন ... -- আব্রাহাম লিংকন: কেন ? -- ভদ্রলোক: আমার ছেলে চাকরি পাওয়ার যোগ্য তাই ... -- আব্রাহাম লিংকন: কিসের যোগ্যতা আছে আপনার ছেলের? -- ভদ্রলোক: আমার বাবা (ছেলের দাদা) আমেরিকার জন্য স্বাধীনতা যুদ্ধ করেছেন; আমরা আমেরিকার মুক্তিযোদ্ধা পরিবারের বংশধর - তাই দেশ সেবার সেরা চাকরি আমাদের দেয়া উচিৎ.....! -- আব্রাহাম লিংকন: ওকে থাঙ্কস; আপনাদের পরিবার দেশের জন্য অনেক করেছে; এবার অন্য মানুষকে দেশের জন্য কাজ করতে দিন। জন্মের ভিত্তিতে নয়, যোগ্যতার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করা হোক। কিন্তু, আমাদের বাংলাদেশে করা হয় ঠিক তার উলটো।
Posted on: Sun, 21 Jul 2013 03:22:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015