এখ গরিব বেটার এখ ফুয়া... - TopicsExpress



          

এখ গরিব বেটার এখ ফুয়া... এখ মাম্লায় জেলও গিয়া হামাইগেছে...। বাফে এখদিন এক্টা চিঠি লেখছে... * বাজান, তোমি গেছগি জেল... ইবায় দি আমি এখলা মাঠো খেত করতাম ফারিয়ার না... গরুর আল ও নাই, কুদাল দি আর কত মাটি কাটিমু ... তোমি তোরা হেল্প করলে ভালা ওইত...। ফুয়ায় ৩ দিন বাদে জবাব দিছে... * বাজান, মাটি কাটার দরকার নায়... আমি ওউ আম্রার সব জমিনো হাতিয়ার লুকাইয়া রাখছি...। ফরর দিন পলিশ এ সারা জমিন খুরা আরম্ব খরছে... খুরতে খুরতে হাতিয়ার তো আর ফায় না... ফুয়ায় আবার চিঠি লেখছে বাফরে... * বাজান, ইখান তাকি আমি অউ হেল্প করতাম ফারছি... এখন তোমি খেত করো... হাহাহাহাহাহা #shagor_
Posted on: Fri, 25 Oct 2013 17:29:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015