এখনও ভাবলে হাসি পায় যে এই - TopicsExpress



          

এখনও ভাবলে হাসি পায় যে এই তুমি একবার আমাকে ব্লক করছিলা! তোমার অপরিচিত/স্বল্প পরিচিত দের আনফ্রেন্ড করার মিশনে যে আমিও টার্গেট হবো, ভাবিনি। চ্যাট অপশনে তোমার নাম টা হঠাত কালো হয়ে গেল... অদ্ভুত কষ্ট!! আমিই তো যেচে বলছিলাম যে, unfnd na, u shd block me. noile fb te abar dekha hole duijon e uneasy feel korbo. so, it wld b bttr that we never meet again... কথা গুলাতো আমি রাগ করে বলছিলাম!!! কিন্তু, তুমি যে sorry বলে সত্যি সত্যিই কাজ টা করবা, আমি চাইনি... অথচ দেখো, ভাগ্যে ছিল! তাই আবারো দেখা হলো!! তোমার প্রত্যাবর্তন। একটা নতুন শুরু... খুব কম মানুষ ছিল যাদের সাথে আমি নিজের কথা শেয়ার করছি। তুমি ছিলা তাদের মতই খুব কাছের একজন। তখনও দেখিনাই তোমাকে, ছবিও দেখতে চাইনাই। দরকার কী? I realized, ফেবুর নীল-সাদা দুনিয়ার আরেক প্রান্তে যে তুমি, সে খুবই ভালো একটা মানুষ। Pure n Precious... i loved talking to you.. Thats all it mattered... মজার ব্যাপার হচ্ছে, অনেক কিছু common ছিল আমাদের মধ্যে! like: being a cat lover, মিউজিক, food habits, Artworks, family matters, n most importantly, চিন্তা-ভাবনা!! তোমার সাথে কথা বলার যে মানসিক শান্তি, এসবের কারনেই কিনা জানিনা... আর, দিনে ৫-৬টা Co-incidence এর কথা নাই বা বললাম। বললে কেউ বিশ্বাসও করবেনা... বিশ্বাস এর কথায় মনে পড়লো... তুমি silently দেখাইলা যে, দুনিয়াটা totally কর্পোরেট হয়ে যায়নাই! মানুষকে এখনো বিশ্বাস করা যায়! চোখ বুজেই করা যায়!! সবাই পারেনা। পায়ও না। এদের পাওয়া ভাগ্যের ব্যাপার... n I started feeling lucky.... কি অদ্ভুত, অনুভুতি গুলো আমাদের মধ্যেই শুরু হয়, অথচ আমরা টেরও পাইনা! তাই হয়তো দুজনের কারোরই মনে নাই যে xsactly কে কবে কার মনের মধ্যে বসবাস শুরু করছে... গত বছর, ঠিক এই দিনটায়, প্রচন্ড ঝগড়া!!! প্রথম ঝগড়া!! টিকতেই পারিনি তোমার সামনে! আমার শান্ত-সুন্দর নীলগিরি যে এভাবে আগ্নেয়গিরি রূপ নেবে, ভাবতেও পারিনি... ভয়ের ছোটে বলে দিলাম যা যা বাকি ছিল... নইলে অবশ্য আজ অবধি বলতে পারতাম না... যাক, ঝগড়া থেকে যদি দারুন কিছু হয় তাহলে তো ঝগড়া ভালো!!! উহু... সবসময় ভালো না। তাই প্রথম চিঠি তে দুজনই প্রমিস করছিলাম যে ঝগড়া করবোনা... at least, always try করবো যাতে না হয়। হলেও, fault টা যারই হোক আগে sorry বলে সব মিটমাট করার চেষ্টা করবো n একে অন্যের opinion গুলোকে always respect করবো... এবং আজ আমি গর্বিত যে, তুমি এই একটা বছর ধরে সেই প্রমিস টা ঠিকই ধরে রাখছো। কিন্তু আমি লজ্জিত যে, আমি সেটা করতে পারিনাই... আমার খুব খারাপ টাইপের মেজাজ সহ্য করে, এত উত্থান-পতনের পরও যে এক মূহুর্তের জন্য আমার হাত ছাড়োনাই, সেজন্য আমি প্রতিটা দিন শেষে আল্লাহর কাছে শুকরিয়া জানাই... আর দোয়া করি, আমাদের যেন এক হওয়ার তৌফিক দেন, আর আমাদের যেন ক্ষমা করেন... তোমার কাছেও ক্ষমা চাচ্ছি!! সেসব সময়ের জন্য, যখন তোমার sacrifices গুলো নোটিশ করিনি, অথচ নিজের এত্তগুলা ego দেখাইছি। Mr. হিসেবে আমি খুব ভালো না হলেও Mrs. হিসেবে আপনি অসাধারণ... আপনার হিজাফ, restrictions, wise decisions, silly mistakes, নীলগিরির মিষ্টতা, আগ্নেয়গিরির ভয়াবহতা, সবকিছুতে আমি আজও মন্ত্রমুগ্ধ... এবং সারাজীবন থাকবো ইন শা আল্লাহ। সৃষ্টিকর্তা আপনাকে আমার জীবনে আজীবন রাখুক বা না রাখুক... Um proud to have you in my life... Happy Anniversary... :)
Posted on: Sat, 20 Dec 2014 12:14:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015