এটা কি নিছক দুর্ঘটনা ? - TopicsExpress



          

এটা কি নিছক দুর্ঘটনা ? নাকি বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংসের একটি পায়তারা? শ্রমিকেরা কি বেঘোরে প্রান দেবেন? তাদের জীবনের কি কোন মুল্য নেই ??তাজ্রিন গার্মেন্টস রানা প্লাজার এত প্রাণহানির পর কি আমাদের উচিৎ ছিলোনা সতর্কতা মূলক ব্যবস্থা নেয়া । পত্র-পত্রিকা, টিভি পর্দায় কয়দিন কান্নাকাটি মানবতার বানী, মন্ত্রি এমপিদের ধ্বংসস্তূপ পরিদর্শন্‌, প্রধানমন্ত্রীর কিছু আর্থিক সহযোগিতা ব্যস যেন সব ঠিক হয়ে গেল চুপচাপ চারদিক। তারপর আবার নতুন আর্তনাদ নতুন হাহাকার এ যেন শেষ হবার নয় ।। এখনো দায়িত্বশীল পক্ষগুলোর মধ্যে এ অনুভূতির সৃষ্টি হয়নি যে স্রমিকেরাও মানুষ তাদের জীবনের নিরাপত্তাও আমাদের দিতে হবে । আর্থিক সহযোগিতা দিয়ে কোন জীবনের মূল্যায়ন করা যায়না । টাকা দিয়ে কোন মা তার সন্তান, কোন শিশু তার পিতা-মাতা, কোন স্ত্রী তার স্বামীর অভাব পূরণ করতে পারেনা । প্রতিটা পরিবারের কাছেই প্রতিটি জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ।। হোক না সে ভিখেরি কিংবা কোন রাজপুত্র ।।তাই আমি এবং আমরা চাই গাজীপুর শ্রীপুরের এই অগ্নিকাণ্ডটি যেন হয় বাংলাদেশ গার্মেন্টস শিল্পের শেষ দুর্ঘটনা ।।
Posted on: Thu, 10 Oct 2013 10:26:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015