এতোদিন কিছু একা থেকে - TopicsExpress



          

এতোদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই পরাজিত প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাত পারিজাতহীন কঠিন পাথরে প্রাপ্য পাইনি করাল দুপুরে, নির্মম ক্লেদে মাথা রেখে রাত কেটেছে প্রহর বেলা এই খেলা আর কতোকাল আর কতোটা জীবন! কিছুটা তো চাই- হোক ভুল হোক মিথ্যে প্রবোধ, অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই কিছুটা তো চাই, কিছুটা তো চাই। আরো কিছুদিন, আরো কিছুদিন-- আর কতোদিন? ভাষাহীন তরু বিশ্বাসী ছায়া কতোটা বিলাবে? কতোটা আর এই রক্ত বিশ্বাসী ছায়া, কতোটা বিলাবে কতো আর এই রক্ততিলকে তপ্ত প্রণাম! জীবনের কাছে জন্ম কি তবে প্রতারণাময়? এতো ক্ষয়, এতো ভুল জমে ওঠে বুকের বুননে, এই আঁখি জানে, পাখিরাও জানে, কতোটা ক্ষরণ কতোটা দ্বিধায় সন্ত্রাসে ফুল ফোটে না শাখায় তুমি জানো নাই-- আমি তো জানি কতোটা গ্লানিতে এতো কথা নিয়ে, এতো গান, এতো হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকে বেদনার পায়ে চুমু খেয়ে বলি এই তো জীবন, এইতো মাধুরী, এই তো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত। তুমি জানো নাই-- আমি তো জানি মাটি খুঁড়ে কারা শষ্য তুলেছে, মাংসের ঘরে আগুন পুষেছে যারা কোনোদিন আকাশ চায়নি নীলিমা চেয়েছে শুধু, করতলে তারা ধরে আছে আজ বিশ্বাসী হাতিয়ার পরাজয় এসে কণ্ঠ ছুঁয়েছে লেলিহান শিখা, চিতার চাবুক মর্মে হেনেছো মোহন ঘাতক তবুও তো পাওয়ার প্রত্যাশা নিয়ে মুখর হৃদয়, পুষ্পের প্রতি প্রসারিত এই তীব্র শোভন বাহু। বৈশাখী মেঘ ঢেকেছে আকাশ পালকের পাখি নীড়ে ফিরে যায়-- ভাষাহীন এই নির্বাক চোখ আর কতোদিন? নীল অভিমানে পুড়ে একা আর কতোটা জীবন? কতোটা জীবন? অভিমানের খেয়া কবি: রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ ~~~~Just did some hell alone alone Love tanura wiser bet to hit batters Amaranth is solid stones On the rodent did not deserve, Moments during the night spent in the ruthless head klede How long and how life in this game! Would like to have some knowledge, however wrong, Moon covetous mind is not twisted, twisted little room jyotsnaya Somewhat like me, somewhat like me. More recently, more than fair kichudina? Botanical believe how dumb biller shadow? I believe this is how the shadow of the blood, how biller And this is how hot bow raktatilake! What is the date of the false-hearted? This loss leads to the accumulation of so many mistakes bunane chest, The eye knows, knows the birds, rather than dripping Do not feel how terrorism flower branch I know you know nai How to talk so glanite, many songs, so many smiles on the chest Is silent Let sorrow kissed legs for this, Then sweetness, happiness reaches the lip of the deep blue night graceful. I know you know nai Who Excavations have food, Puseche meat house fire Just wanted to see, the sky bluer, who did not want to, Today they have been convincing tool karatale Voices frustration reaches the flare, Enchanting leopard heads whip effect henecho Yet the prospect of getting to the heart of the scene, This exquisite deluxe arm extends to bloom. Summer sky and clouds dhekeche Birds of a feather back nire yaya Even the silent eyes of dumb? Blue abhimane burn and how life alone? Hows life? Sensitiveness ferry Poet: Rudra Muhammad Shahidullah Recitation: Well, Mustafa ~ Shimul Mustapha - Avhimaner Kheya (Rudra Mohammad Shahidullah) আবৃত্তি: শিমুল মুস্তাফা ~https://youtube/watch?v=piFcMFwh-2s
Posted on: Sat, 30 Aug 2014 14:15:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015