এত হতাশার মাঝে কিছু - TopicsExpress



          

এত হতাশার মাঝে কিছু আশাজাগানিয়া কথা বলেছেন, নাহিদ হাসান রিফাত। পড়ে দেখুন -- এই ডাক্তারি পড়তে এসে শেষ বছরে উপলব্ধি করলাম, ডাক্তারি পড়তে খুব বেশী মেধাবী হওয়া লাগে না। যা লাগে তা হল অধ্যবসায়। আমার দেখা অনেকে আছে যাদের পরাশুনার পুর্ব রেকর্ড মোটেই ভালো নাহহ।কিন্তু, ক্লাস এ তার ই পারফরমেন্স ডাবল গোল্ডেন এর চাইতে অনেক ভাল। ছোট বেলায় যেমন শিখেছি,একবার না পারিলে দেখ শতবার। কথাটা মন্ত্রের মত মাথায় ঢুকাতে হবে আর ওই ভাবে কাজ করতে হবে। কখনই হাল ছাড়া যাবে না। এটাই মেডিকেল এ পড়ার, পাস করার,ভাল করার,ভাল ডাক্তার হবার একমাত্র চাবি কাঠি। আমি একজন ডাক্তার এর কথা জানি যিনি বাংলাদেশের প্রথম শ্রেনীর নামী -দামী হসপিটাল এ pediatrics এর বিশেষজ্ঞ হিসেবে বসেন। ইংল্যান্ড এ গেলেন M.R.C.P ডিগ্রীরর জন্য। পরিক্ষা দিচ্ছে তো দিচ্ছেন। কিন্তু!!! পাস আর জোটে না। তার দেশে ৩ টা বাচ্চা।বৌ। সব দেশে দিনের পর দিন। বসে আছে তার ই পথ চেয়ে।কিন্তু,বাপ!!!এর কপালে পাস যে আর জোটে না। তার, সাথের সব ডাক্তার পাস করে যায় এক সময়।কিন্তু হতচ্ছাড়া, তারই যে কপাল খারাপ।পাস যে আকাশ এর চাদ।আররর,কপাল এ জোটে না। যখন বুঝল, নাহ! এই কম্ম তার না।তখন তিনি আসে পাশে খোজ খবর নিয়ে Ireland এ ছেস্টা শুরু করলেন এ ডিগ্রীর জন্য। সব চাইতে মজার বেপার হোল তিনি, এর কিছুদিন পরই দু-দেশ থেকেই পাস করলেন। ভিজিটিং কারড এ লিখেন, ডাবল M.R.C.P. কোন কাজই কস্ট ছাড়া হয় না।সব কিছুর পিছনেই আছে কার না কার অনেক ত্যাগ,কস্ট, জীবন, চোখের পানি। আর বিনা কস্টে যা পাওয়া যায় টা দীর্ঘস্থায়ী হয় না। দাম থাকে না। তাই, চেস্টা করতে হবে।চেস্টার কোন বিকল্প পথ নাই। কথায় আছে, failure is d pillar of success. ডাক্তারি যেহেতু পড়তে আসছেন তাই বলছি ভাই, কি ছিলেন,এখন কি আছেন সব বাদ দিন। আত্ত অহংকার বাদ দিন। চেস্টা করুন। চেস্টা চালিয়ে যান। সফলতা আপনার জন্যই অপেক্ষা করছে।
Posted on: Fri, 26 Sep 2014 12:07:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015