এমবিবিএস (MBBS) ডিগ্রীর - TopicsExpress



          

এমবিবিএস (MBBS) ডিগ্রীর ব্যবচ্ছেদঃ হতাশার মাঝে আশার বাণী ১। ------>আপনি জানেন কি? এমবিবিএস ডিগ্রী অন্য কোনো সাবজেক্টের মতো সিম্পল গ্রাজুয়েশন ডিগ্রী না। অনার্সের ডিগ্রী যেমন একটা সাবজেক্টে সীমাবদ্ধ কিন্তু এমবিবিএস হলো ইউনিভার্সিটি কর্তৃক স্বীকৃত দুইটা ডিগ্রীর সমন্বয় । একটা মেডিসিনে ব্যাচেলর ডিগ্রী , আরেকটা সার্জারীতে ব্যাচেলর ডিগ্রী, যা আগে ২টা সার্টিফিকেটে আলাদা করে দেয়া হতো । কিন্তু সাম্প্রতিক কালে conventional ওয়েতে একটা সার্টিফিকেটের মধ্যেই দুইটা সাবজেক্টে গ্রাগুয়েশনের কথা উল্লেখ থাকে । তাই দেশের সব মেডিকেল স্টুডেন্ট ও ডাক্তার ভাই বোন কে বলতে চাই - এক টিকেটে দুই সিনেমা দেখা একটু ব্যয়বহুল হবে এটা আমাদের সবার জানা । তাইতো এখানে একটু পড়াশুনার চাপ বেশী , পরীক্ষা বেশী, স্টাডি লাইফটা ধকলময় । এক কথায় - স্পেক্ট্রাম অফ স্টাডি ইস মোর দ্যান এনি আদার সাবজেক্ট । ভুলে যান হতাশার কথা। বরং কালোর মধ্যে ভালো খুজুন । মজার বিষয় হলো আমেরিকা তে প্রথম এমবিবিএস ডিগ্রী চালু হয় , কিন্তু সেখানেই এমবিবিএস ডিগ্রী নাই, আছে সরাসরি এমডি। এবং তাদের সার্টিফিকেটে একটি সাবজেক্টে গ্রাজুয়েশনের কথা লেখা থাকে । ( রেফারেন্স – উইকিপিডিয়া) ২। --------> ডাক্তার গোষ্ঠীর সামাজিক মর্যাদা বৃদ্ধির পিছনে আছে বিশাল ইতিহাস । আপনি বিশ্বাস করতে পারবেন না – আগে নাপিত আর সার্জনদের মর্যাদা সমান ছিল । ডাক্তারী পড়াশুনা মানেই বুঝানো হতো মেডিসিন ডাক্তারকে । সার্জনরা অশিক্ষিত কিন্তু খুব ভালো “ক্ষুর” চালাতে পারতো । পরে কিছু সচেতন ক্ষৌরকারের বিদ্যা জোরে ডাক্তার উপাধি পাইলো আঠারোশ শতকে, তখন তারা নাপিত থেকে সেপারেট হয়ে আলাদা identity খুঁজে পেলো । প্রায় ৩০০ বছর নাপিত আর ডাক্তার একি সাথে কাজ করেছে । তারপর বিদ্যা ও বিজ্ঞান কে মিলিয়ে তারা হয়েছে ফিজিশিয়ান প্লাস সার্জন। এখন তো ডাক্তাররা আরো হাই প্রোফাইল রুপ ধারন করেছে । সমাজের সবচেয়ে টপ পজিশনে চলে গেছে । মজার বিষয় হলো - ব্রিটেনের হসপিটাল গুলোতে বিশেষ করে লন্ডনের রয়্যাল কলেজে সার্জনরা তাদের জৌলুস দেখানোর জন্য তারা এখনো এপ্রন পড়ে না, এপ্রন পড়ে শুধু মেডিসিন এর ডাক্তাররা । সার্জনরা সব সময় রাজকীয় বিলাতি খানদানি ড্রেস পড়ে থাকে। ভেবে দেখুন –এই সম্মান কি আর কোথাও আছে? তাহলে হতাশ কেন? একটু গর্ব কইরা সিনাটা টান করেন। আর বলেন – আমিইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই ডাক্তার ।
Posted on: Wed, 03 Jul 2013 14:36:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015