ও পৃথিবী এবার এসে - TopicsExpress



          

ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে ! ! ! ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে ও পৃথিবী তোমায় জানাই স্বাগতম এই দিনে ।। জয় দেখেছি প্রথম যেদিন ভয় গিয়েছি ভুলে জয় দেখেছি একুশ যেদিন এলো মাথা তুলে।। জয় দেখেছি সূর্য ওঠা একাত্তরের দিনে....... ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে ও পৃথিবী তোমায় জানাই স্বাগতম এই দিনে। আমার আছে দিগ্বিজয়ী দীর্ঘ সাগর তীর আকাশ ছুঁয়ে ঠায় দাঁড়িয়ে সুন্দরীর প্রাচীর ।। জয়ের নেশা বাংলাদেশের হৃদয় গহীনে...... ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে ও পৃথিবী তোমায় জানাই স্বাগতম এই দিনে। সূর্য নিয়ে উড়ছে সবুজ অবাক মানুষজন কে শোনেনি আমার দেশের বাঘের গর্জন ।। লাল সবুজের এই পতাকা যাচ্ছে নতুন দিনে...... ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে ও পৃথিবী তোমায় জানাই স্বাগতম এই দিনে । I witness victory today We let go fear I witness victory with Ekush Proudly appears I witness victory in the Sunny days of 1971 O World, Its time Let Bangladesh be known O World, on this day Accept our invitation ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে ও পৃথিবী তোমায় জানাই স্বাগতম এই দিনে
Posted on: Wed, 30 Oct 2013 08:45:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015