কেউ কি আছো / রাশেদ - TopicsExpress



          

কেউ কি আছো / রাশেদ রউফ অন্ধকারের মাতাল টানে আর যাবো না অন্ধপাড়ায় মাথার ভিতর বাজবে না আর আঙুরিদের ঝুনঝুনি সুর। আবার আমি ভালো হবো সুপ্ত পথের হাত-ইশারায় উঠবে জেগে বুকের মাঝে দুরন্ত রোদ- মিষ্টি দুপুর। কেউ কি আছো কাছাকাছি? ক্লান্ত দু’হাত একটু ধরো ঝিম ধরা চোখ মুক্ত করো, রক্ষা করো ওষ্ঠ যুগল সাধ্যি হলে ঢুকিয়ে দাও বুকের ভিতর পূর্ণিমা-চাঁদ হাওয়ার মতো স্পর্শ করো; প্রাণ ফিরে পাক অবশ শরীর। কেউ কি আছো! কাছে আসো, ভালোবাসো কষ্ট দেখে জাদুর ছোঁয়ায় রক্ষা করো অনিবার্য পতন থেকে।
Posted on: Mon, 23 Sep 2013 15:35:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015