কেউ কথা রাখে না... নিবে - TopicsExpress



          

কেউ কথা রাখে না... নিবে নিবে বলেও কেউ(বেড়াইতে) নেয় না সবসময় আমার সাথে এমন টাই হয়...বাপ-মা, চাচা-মামা, খালা-ফুফু, এমনকি ভাই-বোন কিংবা বন্ধু...কেউ কথা রাখে না... তারপর- ও কেন জানি অভ্যস্ত হতে পারি না...expect করে বসে থাকি আর কষ্ট পাই... বেড়াইতে একটু বেশি ভালো লাগে আমার... ঘরের মধ্যে কিছু না করে কিংবা একই জিনিস বার বার করতে মন টা তিতিয়ে উঠে খুব... সবাই কতো busy আর আমি??? বেড়ানোর জন্য কি লাগে?? একটা নিজস্ব গাড়ি আর কিছু অর্থ... এইতো??? একদিন আমার ও হবে... ইনশা আল্লাহ্‌... কাউকে নিব না তখন... কাউকে না... একা একা বেড়াবো... বি. দ্র. : there is a spelling mistake....hearts না hurts হবে :D
Posted on: Thu, 07 Aug 2014 15:19:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015