কিছু দিন আগেও কত টাকা - TopicsExpress



          

কিছু দিন আগেও কত টাকা পয়সা ছিল আমেরিকার!! সিরিয়াতে আক্রমন করে ফেলল বলে। আর এখন টাকা পয়সার টানাটানিতে সে দেশের দুই দল রিপাবলিকান(বিরোধী দল) আর ডেমোক্রেট(সরকারি দল) বাজেট ঘোষনায় একমত হতে পারছে না। শুরু হয়েছে আন্তঃকোন্দল। সকল সেবা খাত এখন চলছে বাজেটহীন ভাবে রাষ্ট্রিয় কোষাগারের টাকায়। চিকিৎসা সেবা, বেকারত্বের ভাতা, পর্যটন(Statue of Liberty) এবং মহাকাশ গবেশনা প্রতিষ্ঠান(NASA) গুলো বন্ধ হয়ে গেছে ইতোমধ্যে। Approximately 2 লক্ষ্য সরকারি কর্মচারি বেতনহীন ছুটিতে চলে গেছে। ৮ লক্ষ্য কর্মচারি চাকরি হারাবে যদি বাজেটে সেবা খাতে বিনিয়োগ বন্ধ করে দেয়া হয়। যে আমেরিকা নিজে এখন দেউলিয়া হবার পথে তাদের মুখে বাংলাদেশকে বিদ্যুত খাতে সাহায্যের বাণী কৌতুক সমতুল্য। গত মে মাসেই আমেরিকার ঋণের রেকর্ড ছাড়িয়ে ১৬.৬৯৯ ট্রিলিয়ন ডলার পারের মাধ্যমে সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে। এবং আসছে ১৭ই অক্টোবর হিসেব অনুযায়ী আমেরিকান ট্রেজারির হাতে থাকবে ৩০ বিলিয়ন ডলার, যেখানে তার সরকারের ১ দিনেত খরচ ৬০ বিলিয়ন ডলারের অধিক। আর এই পরিস্থতিকেই বলা হচ্ছে "Shut Down of আমেরিকা"। Islam in Bangladesh
Posted on: Fri, 04 Oct 2013 16:34:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015